ভালো শুরু পেয়েও ব্যর্থ তামিম

পিএসএল-২০১৮
ভালো শুরু পেয়েও ব্যর্থ তামিম
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরের সপ্তম ম্যাচে রবিবার রাত ১০টায় মাঠে নামছে তামিম ইকবাল-ড্যারেন স্যামিদের পেশোয়ার জালমি এবং শহীদ আফ্রিদি-ইমাদ ওয়াসিমদের করাচি কিংস। 

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পেশোয়ার জালমির অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের ওপেনার কামরান আকমল। প্রথম ওভরেই দলকে ১৫ রানের পুঁজি এনে দেন তিনি। 

তবে এরপরের ওভারের মোহাম্মদ আমিরের বল লেগ বিফরের ফাঁদে পড়েন তিনি। কামরান ফিরলেও দেখে শুনে খেলতে থাকেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ইংলিশ পেসার টায়মাল মিলসের এক ওভারে ২টি বাউন্ডারিও হাঁকান তিনি।

কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে আবারও আমির আঘাত হানেন। বাঁহাতি এই পেসারের বলে উইকেট রক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তামিম।  ১২ বলে ১১ রান করে বিদায় নেন তিনি। জালমির সংগ্রহ ৪ ওভার ৩.২ ওভারে ২ উইকেটে ২৭ রান।

পেশোয়ার একাদশঃ

তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর

করাচী কিংসঃ

জো ডেনলি, খুররম মঞ্জুর, বাবর আজম, কলিন ইনগ্রাম, রবি বোপারা, শহিদ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোঃ আমির, টাইমাল মিলস, মোহাম্মদ ইরফান জুনিয়র।

আরো পড়ুন: this topic