অ্যাডিলেড টেস্টের আগে শতভাগ ফিট খাওয়াজা

অ্যাশেজ
অ্যাডিলেড টেস্টের আগে শতভাগ ফিট খাওয়াজা
অনুশীলনের আগে উসমান খাওয়াজা, এএফপি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি উসমান খাওয়াজা। ফলে ওপেনিংয়ে ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারল্ড নেমেছিলেন। অবশ্য অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টেই ফিরছেন খাওয়াজা। এই ম্যাচের আগে তাকে শতভাগ ফিট ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

যদিও একাদশে খাওয়াজা খেলতে পারবেন কিনা তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। খাওয়াজা নিজেও জানিয়ে দিয়েছেন এই ব্যাপারটি তার হাতে নেই। পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে পিঠের খিঁচুনির (ব্যাক স্পাজম) সমস্যায় পড়েন খাওয়াজা। দ্বিতীয় টেস্টের আগে তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি।

ক্রিকেট অস্ট্রেলিয়াও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। সিরিজের শেষের দিকে হলে হয়তো সেই ঝুঁকি নিয়েই মাঠে নামতে পারতেন খাওয়াজা। অ্যাশেজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। এই ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন খাওয়াজা।

তিনি বলেন, 'অবশ্যই খেলতে চাই। কিন্তু সত্যি বলতে কী, আমি জানি না কী হবে। এটা আমার সিদ্ধান্ত নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝেছি—কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে, আর কোনগুলো নয়। ফিটনেসের দিক থেকে আমি খুব ভালো অনুভব করছি, খেলার জন্য প্রস্তুত। বাকিটা আমার নিয়ন্ত্রণে নেই। তাই দেখা যাক কী হয়।'

খাওয়াজা আরও যোগ করেন, 'আমি এখন শতভাগ ফিট। অন্য কিছু না হলে—কারণ পার্থের আগেও আমি নিজেকে শতভাগই মনে করেছিলাম। কিছু বিষয় এমনই হয়। আমি যা করার, সবই করেছি। এ কারণেই গত সপ্তাহজুড়ে ট্রেনিং করেছি। আসলে তখন শুধু রিহ্যাবই করতে হয়েছে, যেটা বিরক্তিকর—কারণ ইনজুরিতে পড়লে কাজটা আরও বেশি করতে হয়।'

শারীরিক ও মানসিক দুই দিক থেকে ম্যাচে মাঠে নামার জন্য তৈরি খাওয়াজা। তবে অ্যাডিলেড টেস্টে তার ফেরা শেষ পর্যন্ত নির্বাচকদের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। অ্যাশেজের প্রথম দুই টেস্টেই দারুণ জয় তুলে নিয়েছে অজিরা। সিরিজ জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

আরো পড়ুন: অ্যাশেজ