ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি অ্যান্ডারসন। ২০০২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালে অবসর নেয়ার পরও তিনি নিয়মিতভাবে কাউন্টিতে খেলে চলেছেন। গত মৌসুমে তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
এবার নভেম্বর মাসে নতুন করে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করার পর তাকে স্থায়ীভাবে ডিভিশন টুতে ল্যাঙ্কাশায়ারের লাল বলের দলের অধিনায়ক করা হয়েছে। দলটির অধিনায়কত্ব পাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন অ্যান্ডারসন। জানিয়েছেন তিনি দারুণ সম্মানিত বোধ করছেন অধিনায়কত্ব পেয়ে।
তিনি বলেন, 'গত মৌসুমে প্রথমবার ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব করা ছিল আমার জন্য বিশাল এক সম্মান। নতুন মৌসুম সামনে রেখে পুরো সময়ের জন্য এই দায়িত্ব নিতে পেরে আমি সত্যিই গর্বিত।'
অ্যান্ডারসন আরও যোগ করেন, 'আমাদের দলে খেলোয়াড়দের দারুণ এক সমন্বয় আছে—তারুণ্য আর অভিজ্ঞতার সুন্দর মিশেল। আমরা একসঙ্গে কী অর্জন করতে পারি, সেটা নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। ডিভিশন ওয়ানে আবার ফিরে যাওয়া—এটাই আমাদের এক নম্বর লক্ষ্য।'
টেস্ট ক্যারিয়ারে ১৮৮ ম্যাচে ৭০৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, যা ক্রিকেট ইতিহাসে কোনো পেস বোলারের সর্বোচ্চ। এই পরিসংখ্যানই তার খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় প্রতিচ্ছবি। এদিকে ল্যাঙ্কাশায়ারের প্রধান কোচ স্টিভেন ক্রফটও অ্যান্ডারসনের নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেন, 'জিমি একজন অসাধারণ নেতা। দলের ওপর তাঁর প্রভাব বিশাল। ক্রিকেটে তাঁর অভিজ্ঞতার কোনো তুলনা নেই। গত মৌসুমের দ্বিতীয়ার্ধে যেভাবে তিনি অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন, তাতেই প্রমাণ হয়েছে—এই কাজের জন্য তিনিই সঠিক মানুষ।'