অপেক্ষা বাড়লো তামিমের

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামার আগে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এর জন্য তাঁর প্রয়োজন ছিলো মাত্র ১১৪ রান। 


টেস্টে নিজেদের প্রথম ইনিংসেই এই রান তুলে নেয়ার আভাস দিয়েছিলেন তামিম। শুরুতে ব্যাটিংয়ে নেমে রীতিমত ওয়ানডে স্টাইলে খেলে তুলে নিয়েছিলেন অর্ধশতক। 


কিন্তু এরপর আর বেশীক্ষণ টিকতে পারেননি তিনি। মাত্র ৫৩ বলে ৫২ রান করে লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরার বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাঁকে। আর এর ফলে ৪ হাজারি ক্লাবে পা রাখতে আরো অপেক্ষায় থাকতে হচ্ছে তামিমকে। 


promotional_ad

দ্বিতীয় ইনিংসে এই মাইলফলকে পৌঁছুতে তামিমকে করতে হবে আরো ৬২ রান। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা এই টাইগার ব্যাটসম্যানের জন্য এটি খুব কঠিন কিছু হবে না অবশ্যই। 


এদিকে তামিমের পাশাপাশি দারুণ আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। বর্তমানে ষষ্ঠ বাংলাদশি ক্রিকেটার হিসেবে ২ হাজার রানের মাইলফলকের খুব কাছে দাঁড়িয়ে আছেন তিনি। 


চট্টগ্রাম টেস্টের আগে এই রানের থেকে মাত্র ৬৯ রান পেছনে ছিলেন রিয়াদ। টেস্টের প্রথম দিন অপরাজিত ৯ রান নিয়ে দিন শেষ করায় এই মাইলফলকে পৌঁছুতে পারেননি তিনি। দ্বিতীয় দিন আর ৬০ রান করলেই ২ হাজারি রানের ক্লাবে নিজের নাম লেখাবেন টাইগারদের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball