ফায়সালের সেঞ্চুরিতে আফগানিস্তানের বড় পুঁজি

যুব এশিয়া কাপ
ফায়সালের সেঞ্চুরিতে আফগানিস্তানের বড় পুঁজি
এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
খালিদ আহমেদজাই দ্রুত ফিরলেও ওসমান সাদাত এবং উজাইরউল্লাহ নিয়াজীকে সঙ্গে নিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে পথ দেখিয়েছেন ফায়সাল শিনোজাদা। বাকিদের কেউ হাফ সেঞ্চুরি করতে না পারলেও সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ওপেনার। ফায়সালের ৯৪ বলে ১০৩ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৮৩ রানের পুঁজি পেয়েছে আফগানিস্তান। জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করতে ২৮৪ রান করতে হবে বাংলাদেশকে।

দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান শুরুটা ভালো করতে পারেনি। ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন সাদ ইসলাম রাজিন। ডানহাতি পেসারের বলে আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়েছেন ১৩ বলে ৩ রান করে। তবে দ্বিতীয় উইকেটে জুটি গড়ে তুলে শুরুর ধাক্কা সামাল দেন ফায়সাল এবং ওসমান। ৫০ বলে ৩৪ রান করা ওসমানের বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।

বাঁহাতি স্পিনার রাতুলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ওসমান। উজাইরউল্লাহর সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ৫৯ বলে হাফ সেঞ্চুরি করে তিন অঙ্ক ছোঁয়ার পথে হাঁটতে থাকেন ফায়সাল। হাফ সেঞ্চুরির পর তুলনামূলক দ্রুতগতিতে রান করেছেন তিনি। ৯১ বলে পেয়েছেন সেঞ্চুরি। যদিও একশ করার পর ফিরতে হয়েছে তাকে। ৮ চার ও ৪ ছক্কায় ১০৩ রান করা ফায়সালকে ফেরান ইকবাল হোসেন ইমন।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মাহবুব খান। ভালো ব্যাটিং করলেও হাফ সেঞ্চুরি করা হয়নি উজাইরউল্লাহর। ৫৫ বলে ৪৪ রান করে আউট হয়েছেন শাহরিয়ার আহমেদের বলে। শেষের দিকে আজিজুল্লাহ মিয়াখিল ও আব্দুল আজিজের ক্যামিওতে ২৮৩ রানের পুঁজি পায় আফগানিস্তান। মিয়াখিল ৩৮ ও আজিজ অপরাজিত ছিলেন ২৬ রানে। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন শাহরিয়ার ও ইকবাল হোসেন ইমন।

আরো পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল