সবুজ সংকেত পেলেন ধোনি

ছবি:

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে থাকা না থাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলে আসছে নানান গুঞ্জন।
এর কারণও অবশ্য আছে। কেননা নিজেদের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং এরই মাঝে দল থেকে বাদ পরেছেন। নিজেকে হারিয়ে খুঁজছেন ক্যান্সার জয়ী এই ক্রিকেটার।
আর তাই ভারতীয়রাও আশঙ্কায় আছে তাদের বিশ্বকাপজয়ী অধিনায়কের দলে থাকা নিয়ে। কিন্তু ভারতের নির্বাচক কমিটির সভাপতি এমএসকে প্রসাদ ধোনির দল থেকে বাদ পরার গুঞ্জনটি রীতিমতো উড়িয়ে দিলেন।

ধোনিকে ২০১৯ বিশ্বকাপের সবুজ সংকেত দিয়ে ভারতীয় মিডিয়ার সামনে তিনি জানিয়েছেন, "ভারতের এ দলের সফরের জন্য আমরা কয়েকজন উইকেটরক্ষককে প্রশিক্ষণ দিচ্ছি। কিন্তু একটা কথা নিশ্চিত, বিশ্বকাপ পর্যন্ত (ধোনিকে রেখে দেওয়া) আমরা আমাদের মনস্থির করে রেখেছি।
ধোনি এখনও বিশ্বের এক নম্বর উইকেটরক্ষক। প্রতিটা দিন আমরা এটা বলছি। এই টি-টোয়েন্টি সিরিজে (শ্রীলঙ্কার বিপক্ষে) যেভা???ে সে স্টাম্পিং করলো এবং ক্যাচ ধরলো, সেটা এক কথায় অসাধারণ।"
উল্লেখ্য, ২০১১ সালের বিশ্বকাপ ছাড়াও ভারতীয় ক্রিকেটকে অনেক কিছু উপহার দিয়েছেন ধোনি। একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এর মধ্যে উল্লেখ্যযোগ্য। এছাড়া তার নেতৃত্বেই টেস্টে এক নম্বর দলে পরিণত হয়েছিলো ভারত।
ছবিঃ- ইন্টারনেট