এই সুযোগ পুরোপুরি কাজে লাগান ক্যারি। বুধবার জীবন পেয়ে খেলেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ও অ্যাশেজে নিজের প্রথম সেঞ্চুরির ইনিংস। তার ১৪৩ বলে ১০৬ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া দিন শেষ করে আট উইকেটে ৩২৬ রান নিয়ে, যা স্বাগতিকদের ম্যাচে শক্ত অবস্থানে এনে দেয়।
ঘটনাটি ঘটে জশ টাংয়ের একটি ডেলিভারিতে। বল ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে জেমি স্মিথের গ্লাভসে গেলেও আম্পায়ার আহসান রাজা আউট দেননি। ইংল্যান্ড দ্রুত রিভিউ নিলেও সিদ্ধান্ত বদলায়নি। পরে ক্যারি নিজেই বলেন, 'আমার মনে হয়েছিল বলটা ব্যাটে লেগেছে।'
রিপ্লেতে স্নিকোমিটারে স্পষ্ট শব্দ ও বড় স্পাইক দেখা গেলেও টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি নট আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। কারণ হিসেবে দেখানো হয়, স্নিকো গ্রাফে শব্দটি বল ব্যাটে লাগার আগেই এসেছে। এ বিষয়ে বিবিজি স্পোর্টস ব্যাখ্যা দিয়েছে, 'অডিও ও ভিডিওর মধ্যে সময়ের পার্থক্য তৈরি হয়েছিল অপারেটরের ভুলের কারণে।'
বিবিজি স্পোর্টস পরে আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করে জানায়, ব্যাটারের প্রান্তের বদলে ভুলবশত বোলারের প্রান্তের স্টাম্প মাইক থেকে অডিও নেয়া হয়েছিল। বিবৃতিতে তারা বলেছে, 'এই ভুলের ফলে সংকেতটি ভিডিওর আগে চলে আসে এবং সিদ্ধান্ত প্রভাবিত হয়।'
বিবৃতির শেষ অংশে প্রতিষ্ঠানটি আরও যোগ করে, 'অ্যালেক্স ক্যারি নিজেই স্বীকার করেছেন যে বলটি ব্যাটে লেগেছিল। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এটি স্নিকো অপারেটরের ভুল ছিল এবং এর সম্পূর্ণ দায় বিবিজি স্পোর্টস গ্রহণ করছে।'