অ্যাডিলেড টেস্টের একাদশে একটি পরিবর্তন আনল ইংল্যান্ড

অ্যাশেজ
অ্যাডিলেড টেস্টের একাদশে একটি পরিবর্তন আনল ইংল্যান্ড
ইংল্যান্ড দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অ্যাডিলেড টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ব্রিসবেনের দিন-রাতের টেস্টে খেলা দলে থাকা গাস অ্যাটকিনসনের জায়গায় দলে ঢুকেছেন ডানহাতি পেসার জশ টাং। সিরিজের বাকি অংশে বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করতেই এমন সিদ্ধান্ত।

সিরিজের প্রথম দুই টেস্টে সময়টা ভালো যায়নি অ্যাটকিনসনের। চার ইনিংসে মাত্র তিনটি উইকেট নিয়েছেন, গড় ছিল ৭৮.৬৭। রান খরচও ছিল বেশি। ব্যাট হাতে পার্থে দ্বিতীয় ইনিংসে ৩৭ রান করলেও চার ইনিংসে মোট ৫০ রান এসেছে, যা দলের ম্যানেজমেন্টকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।

তার জায়গায় সুযোগ পাচ্ছেন জশ টাং। ছয়টি টেস্টে এখন পর্যন্ত ৩১ উইকেট নেয়া এই পেসারের জন্য এটি অস্ট্রেলিয়ায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ। যদিও এই সফরে লায়ন্স ম্যাচগুলোতে তার পারফরম্যান্স খুব আশাব্যঞ্জক ছিল না, তবু অ্যাডিলেডে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি।

এবারো ইংল্যান্ড একাদশে জায়গা হয়নি বিশেষজ্ঞ স্পিনার শোয়েব বশিরের। ব্রিসবেনের মতো অ্যাডিলেডেও স্পিন অপশন হিসেবে রাখা হয়েছে উইল জ্যাকসকে, যিনি আগের ম্যাচে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান করেছিলেন।

ব্যাটিং অর্ডারে কোনো বড় পরিবর্তন আনেনি ইংল্যান্ড। কোচ ব্রেন্ডন ম্যাককালাম আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে যে টপ সেভেন সফলভাবে খেলছে, সেটাই ধরে রাখতে চান তারা।

ইংল্যান্ড একাদশ (অ্যাডিলেড টেস্ট): জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার এবং জশ টাং।

আরো পড়ুন: ইংল্যান্ড