আর্চারের সঙ্গে যা নিয়ে কথা কাটাকাটি হয় স্মিথের

অ্যাশেজ
আর্চারের সঙ্গে যা নিয়ে কথা কাটাকাটি হয় স্মিথের
জফরা আর্চার ও স্টিভ স্মিথ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ব্রিজবেন টেস্টে যখন ম্যাচের উত্তেজনা প্রায় শেষ, ঠিক তখনই জফরা আর্চার ও স্টিভ স্মিথের কথার লড়াই মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। যদিও ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে বাড়তি মন্তব্য করতে চাননি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথ।

চতুর্থ দিনের বড় জয়ে অ্যাশেজে ২–০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্নাস ল্যাবুশেন আউট হওয়ার পর চার নম্বরে আসেন স্মিথ। আর্চারের প্রথম শর্ট ডেলিভারি বাউন্ডারিতে পাঠালেও পরের বলটি ব্যাটে লাগাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার।

ঠিক সেই সময় আর্চার-স্মিথের মধ্যে বাক্যালাপ শুরু হয়। আর্চার জানতে চান, 'যখন রান করার কোনো তাড়া নেই, তখন কেন শট খেলবে?' জবাবে স্মিথ বলেন, 'যখন কিছুই হচ্ছে না তখন তুমি জোরে বল করো, চ্যাম্পিয়ন।'

আর্চার এরপর আরও একটি বাউন্সার করেন, যেটিকে হুক করে চার মারেন স্মিথ। সে মুহূর্তে আবার কথা কাটাকাটি হয়। পরের বলেই স্মিথ ছক্কা মারেন, আর তার পরের ওভারে গাস অ্যাটকিনসনকে ছক্কায় উড়িয়ে ম্যাচ শেষ করে দেন এই ডানহাতি ব্যাটার।

ম্যাচ শেষে চ্যানেল ৭'এ রিকি পন্টিংকে স্মিথ বলেন, 'জফরা অবশেষে প্রাণ ফিরে পেল, সিরিজের ছয় দিন পর বকবক করতে শুরু করল। অনেক দেরি করে ফেলেছো চ্যাম্প… চার দিন ধরে সুযোগ পেয়েছো, কিন্তু যথেষ্ট ভালো করতে পারোনি।'

২০১৯ সালের লর্ডস টেস্টে আর্চারের একটি বাউন্সারে হেলমেটে আঘাত পেয়ে কনকাশনে পড়েছিলেন স্মিথ। তবে পরের সময়ে টেস্ট ক্রিকেটে দুজনের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। এখনও পর্যন্ত আর্চার তার বিপক্ষে ৩৩.২ ওভার বল করে উইকেট পাননি।

ব্রিজবেনে হওয়া কথার লড়াইয়ের প্রসঙ্গে অতীতের সেই ঘটনার উল্লেখ করা হলে স্মিথ বলেন, 'তার সঙ্গে আমার কী অতীত আছে? সে ভালো গতিতে বল করছিল, কী বলেছে বা আমি কী বলেছি মনে নেই (হাসি)। এটা আপনাদের জানার বিষয়ও নয়, তাই সেখানেই রেখেই দিই।'

আরো পড়ুন: স্টিভ স্মিথ