দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর ঠিক আগে টিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেন বিষয়টি ভালোভাবে নেননি। চ্যানেল ৭'কে তিনি বলেন, একজন পেশাদার খেলোয়াড়কে বালিশ হাতে দেখতে বিস্ময় লাগে।
হেইডেন বলেন, 'যদি আমি একজন ব্যাটার হতাম, তাহলে কী করতাম সেটা আপনাকে বলছি, আমি লম্বা সময় ধরে ব্যাটিং করতাম। অনন্তকাল। আমি বলতে পারি, একজন ব্যাটার হিসেবে আপনার ঠিক এটাই প্রয়োজন।'
অস্ট্রেলিয়া যেন ঠিক সেটাই করেছে। ৬ উইকেটে ৩৭৮ রান থেকে তৃতীয় দিনের শুরু করে তারা পৌঁছে যায় ৫১১ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকরা গড়ে নেয় ১৭৭ রানের লিড।
জবাবে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন আরও ৪৩ রান।
পার্থে প্রথম টেস্ট আট উইকেটে জিতে সিরিজে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ব্রিজবেনেও শক্তভাবে এগোচ্ছে। আরেকটি জয়ের সুবাস পাচ্ছে তারা।