বুমরাহর পেস আগুনে পুড়ল সাউথ আফ্রিকা

আন্তর্জাতিক
বুমরাহর পেস আগুনে পুড়ল সাউথ আফ্রিকা
বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে রবীন্দ্র জাদেজার সঙ্গে একাদশে রাখা হয়েছে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলকে। দুই পেসারকে নিয়ে খেলতে নামলেও শেষ পর্যন্ত তারা দুজনই সফরকারীদের গুঁড়িয়ে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। বিশেষ করে জসপ্রিত বুমরাহ ছিলেন দুর্দান্ত। ডানহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ১৫৯ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে এক উইকেটে ৩৭ রান তুলেছে ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে সাউথ আফ্রিকা। ইনিংসের প্রথম থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম। ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে ৯.২ ওভারেই পঞ্চাশ ছুঁয়ে ফেলে সফরকারীরা। ভারতকে প্রথম উইকেট নেয় দেন বুমরাহ। ডানহাতি পেসারের লেংথ ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন রিকেলটন। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ২২ বলে ২৩ রান করে।

একটু পর মার্করামকেও ফেরান বুমরাহ। ভারতীয় পেসারের অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা বলে এজ হয়েছেন তিনি। ভালো শুরু পাওয়া মার্করাম আউট হয়েছেন ৩১ রানে। চোট কাটিয়ে ফিরলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি টেম্বা বাভুমা। কুলদীপের বলে স্লিপে ক্যাচ নেন ধ্রুব জুরেল। সাউথ আফ্রিকার অধিনায়ক ফেরেন ৩ রানে। উইয়ান মুল্ডার ও টনি ডি জর্জি মিলে জুটি গড়ার চেষ্টা করেন।

যদিও সেই জুটি বড় হতে দেননি কুলদীপ। ২৪ রান করা মুল্ডারের উইকেট নেন তিনি। একটু পর ডি জর্জিকে ফেরান বুমরাহ। বাঁহাতি ব্যাটারও আউট হয়েছেন ২৪ রানে। শেষের দিকে কেউই সেভাবে আর সুবিধা করতে পারেননি। যার ফলে বুমরাহ, কুলদীপ ও মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১৫৯ রানে অল আউট হয় সাউথ আফ্রিকা। পুরো ইনিংস জুড়ে সফরকারীদের কোন ব্যাটার হাফ সেঞ্চুরি করতে পারেননি।

ভারতের হয়ে ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। এ ছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন কুলদীপ ও সিরাজ। ক্যারিয়ারে ১৬তম বারের মতো টেস্টে ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়েছেন বুমরাহ। ইশান্ত শর্মার ৬ বছর পর দেশের মাটিতে ভারতের কোন পেসার ৫ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তিনি। কলকাতায় ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন ইশান্ত।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। নিজেদের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। মার্কো জানসেনের ব্যাক অব লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন ইয়াশভি জয়সাওয়াল। ২৭ বলে ১২ রান করে আউট হয়েছেন বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে লোকেশ রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত দিন শেষ করেছে। এখনো সাউথ আফ্রিকার চেয়ে ১২২ রানে পিছিয়ে ভারত।

আরো পড়ুন: জসপ্রিত বুমরাহ