চোট কাটিয়ে মাঠে ফিরছেন হার্দিক

আন্তর্জাতিক
চোট কাটিয়ে মাঠে ফিরছেন হার্দিক
হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চোটের পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে প্রস্তুত হার্দিক পান্ডিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন এক দিনের সিরিজ দিয়েই ভারতের এই অলরাউন্ডারের ফেরার জোরালো সম্ভাবনা আছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার।

গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন চোট পান হার্দিক। ওই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে পারেননি তিনি। এরপর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচে অংশ নেননি এই অলরাউন্ডার।

চোট সারাতে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে সময় কাটান হার্দিক। বোর্ডের মেডিক্যাল টিমের সদস্যদের তত্ত্বাবধানে চলেছে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিসিসিআই সূত্রে জানা গেছে, হার্দিকের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো।

কয়েক দিনের মধ্যেই তাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হতে পারে। ফিটনেস সনদ পেলে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন হার্দিক। বদোদরার হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার সম্ভাবনা রয়েছে তার।

প্রতিযোগিতাটি শুরু হবে ২৬ নভেম্বর এবং সেদিনই মাঠে ফেরার ইঙ্গিত মিলেছে। বদোদরার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়ার পর হার্দিককে তৎক্ষণাৎ জাতীয় দলে যোগ দিতে হতে পারে।

সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজকে সামনে রেখে ভারতীয় দলের ক্যাম্প শুরু হবে ৩০ নভেম্বর। সিরিজের পর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে দুই দলের মধ্যে।

আরো পড়ুন: হার্দিক পান্ডিয়া