ভারত ও শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ভারত ও শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। ২০ ওভারের টুর্নামেন্টের জন্য ৮টি ভেন্যু চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভেন্যুগুলো হচ্ছে ভারতের আহমেদাবাদ, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই এবং শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বো। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ ফাইনাল হতে পারে ভারতের আহমেদাবাদে। তবে পাকিস্তান যদি ফাইনালে উঠে সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচটি সরিয়ে নেয়া হবে শ্রীলঙ্কায়। কারণ পুরনো চুক্তি অনুযায়ী, বিশ্বকাপের কোনো ম্যাচ খেলতে ভারতে যাবে না পাকিস্তান। যার ফলে বিশ্বকাপে নিজেদের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় খেলবেন বাবর আজমরা।

কদিন আগে নারী বিশ্বকাপের ম্যাচ খেলতেও যায়নি পাকিস্তানের মেয়েরা। বিশ্বকাপে কোন দল গ্রুপে রয়েছে এবং কবে তাদের খেলা সেটা এখনো বেশিরভাগ দেশই জানে না। তবে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে আইসিসি। এমনকি টুর্নামেন্টের টিকিটের তথ্যও প্রকাশ করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রাখা হবে। নিজেদের গ্রুপে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দুইটি দল জায়গা করে নেবে সুপার এইটে। পরবর্তীতে সুপার এইটে ৮ দলকে দুইটি গ্রুপে ভাগ করা হবে।

সেখান থেকে সেরা দুইটি করে দল সেমিফাইনালে খেলবে। পরবর্তীতে ৮ মার্চ হবে সেরা দুই দলের লড়াই। স্বাগতিক হিসেবে বিশ্বকাপে নিজেদের জায়গা আগেই চূড়ান্ত করেছে ভারত ও শ্রীলঙ্কা। এ ছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জায়গা পেয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।

র‍্যাঙ্কিংয়ের হিসেবে বিশ্বকাপে খেলবে নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড। বাছাই পর্ব পেরিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটেছে ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, কানাডা, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। যেখানে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ফুটবলের দেশ ইতালি।

আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ