দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ৩১ বছর বয়সী ওয়েদারল্ডের জন্য এটাই জাতীয় দলে প্রথম ডাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে পাঁচ হাজার ২৬৯ রান করার পর অবশেষে জাতীয় দলে জায়গা করে নিলেন তিনি। সব ঠিক থাকলে ২১ নভেম্বর পার্থ টেস্টে উসমান খাওয়াজার সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি।
গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেকের পর থেকেই ধারাবাহিকতা হারিয়ে ফেলেছেন কনস্টাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে চার ইনিংসে মোটে ৪২ রান করেছেন, দু'বার আউট হয়েছেন শূন্য রানে।
তার জায়গায় মার্নাস ল্যাবুশেনকে ওপেনিংয়ে তোলার কথাও আলোচনায় ছিল, তবে শেষ পর্যন্ত নির্বাচকরা নতুন মুখের দিকেই ঝুঁকেছেন। চলতি শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে ভালো শুরু করেছেন ওয়েদারল্ড। প্রথম ম্যাচে দুটি ফিফটি ও পরের ম্যাচে ৯৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
শেষ রাউন্ডে ব্যর্থ হলেও নির্বাচকদের নজরে পড়ার কাজ আগেই সেরে ফেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা ল্যাবুশেনও ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। সাম্প্রতিক শেফিল্ড শিল্ডে তিন ম্যাচে দুটি সেঞ্চুরি করেছেন তিনি, ওয়ানডে কাপে চার ম্যাচে তিন সেঞ্চুরিও এসেছে তার ব্যাটে।
অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারকে রাখা হয়েছে স্কোয়াডে, একাদশে সুযোগ পাবেন অন্তত একজন। বোলিং আক্রমণে থাকবেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন। বিকল্প পেসার হিসেবে দলে আছেন শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। চোটে বাইরে থাকা অধিনায়ক প্যাট কামিন্সের জায়গায় নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জেইক ওয়েদেরাল্ড ও বেউ ওয়েবস্টার।