ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শর্ট জানান, দ্বিতীয় ম্যাচেও কোহলির বিপক্ষে সুনির্দিষ্ট কৌশল নিয়ে নামবে দল। তিনি মনে করেন, জস হ্যাজেলউড এবং মিচেল স্টার্কের অভিজ্ঞতা ভারতের পুরো টপ অর্ডারের জন্যেও বড় চ্যালেঞ্জ হতে পারে।
শর্ট বলেন, 'পেসারদের বৈঠকে আমি ছিলাম না। তবে মনে হচ্ছে, কোহলিকে একই রকম ভাবে আউট করার চেষ্টা করবে আমাদের বোলাররা। হ্যাজ়েলউড এবং স্টার্ক যথেষ্ট অভিজ্ঞ। কোহলিকে ওরা প্রচুর বল করেছে। ওরা জানে কী করতে হবে।'
কোহলিকে নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে শর্ট আরও যোগ করেন, 'পার্থে ওরা পরিস্থিতি এবং পরিকল্পনা কাজে লাগিয়ে কোহলিকে আউট করেছিল। আমার তো মনে হয়, অফ স্টাম্পের একটু বাইরে বল সুইং করানোর চেষ্টা করবে। অফ স্টাম্পের বাইরের বলে কোহলির দুর্বলতা এখন কারও অজানা নয়।'
ভারতীয় সমর্থকদের সমর্থনে চমকে গিয়েছিলেন বলেও জানিয়েছেন শর্ট। অস্ট্রেলিয়ায় ঘরের মাঠের অনুভূতি পাননি তিনি, 'রোহিত বা শুভমান আউট হওয়ার পর কোহলি যখন ব্যাট করতে নামল, তখন গোটা স্টেডিয়াম চিৎকার করছিল। যে আউট হয়ে ফিরছে, তার ওই মুহূর্তটা খারাপ লাগতে পারে। তবে যে ব্যাট করতে নামছে, তার জন্য দুর্দান্ত।'
ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ অক্টোবর, অ্যাডিলেডে। পার্থে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।