গত সপ্তাহে কামিন্স নিজেই জানিয়েছেন, প্রথম টেস্টে খেলার সম্ভাবনা তার একেবারেই কম। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে স্মিথ প্রস্তুত আছেন দায়িত্ব নেয়ার জন্য। এর আগেও কামিন্সের অনুপস্থিতিতে ছয়বার দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যার মধ্যে পাঁচটিতেই এসেছে কাঙ্খিত জয়।
স্মিথ বলেন, 'দল অবশ্যই প্যাটের নেতৃত্বের সঙ্গে বেশ অভ্যস্ত। আমরা চাই সে যেন সুস্থ হয়ে অন্তত তিনটা বা যত সম্ভব টেস্ট খেলতে পারে। সে যেন খুব দ্রুত সুস্থ হয়। এখনো কিছু ধাপ বাকি আছে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।'
২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত নিয়মিত অধিনায়ক থাকা স্মিথ নেতৃত্বে থাকাকালীন ব্যাট হাতে দারুণ সফল ছিলেন। অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় প্রায় ৭০। স্মিথ মনে করেন, নেতৃত্ব পেলে নিজের পারফরম্যান্সে বাড়তি মনোযোগ আসে এবং দলকেও সেভাবে পরিচালনা করতে পারেন।
দীর্ঘদিন বিশ্রামে থাকার পর স্মিথ আবার মাঠে নামছেন ঘরোয়া ক্রিকেটে। আগামী সপ্তাহে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন কুইন্সল্যান্ডের বিপক্ষে। এর পর আরও একটি ম্যাচ খেলে অ্যাশেজের জন্য প্রস্তুত হতে চান তিনি।
স্মিথ বলেন, 'সত্যি বলতে, দুইটা অনুশীলনেই আমি গুছিয়ে নিতে পারি। নিজেকে এখনই প্রস্তুত মনে হচ্ছে। টেকনিক নিয়ে ভালো অবস্থানে আছি। এখন শুধু মানসিকভাবে সতেজ থাকাটাই মূল বিষয়।'