নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন উইলিয়ামসন-লাথাম

আন্তর্জাতিক
নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরলেন উইলিয়ামসন-লাথাম
কেন উইলিয়ামসন ও টম লাথাম, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। সিরিজে দলে ফিরছেন কেন উইলিয়ামসন, নাথান স্মিথ এবং টম লাথাম। এই তিনজনই মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন। তবে চোটের কারণে ঘরের মাঠে গ্রীষ্ম মৌসুমে শুরুতে ছিলেন না।

উইলিয়ামসন গত এক মাস ধরে শারীরিক জটিলতা থেকে সেরে উঠেছেন। অন্যদিকে, স্মিথ আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে পেটের পেশিতে চোট পেয়েছিলেন এবং সেখান থেকে সেরে উঠেই দলে ফিরছেন। উইকেটরক্ষক ব্যাটার লাথামও বছর শুরুর দিকে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন। সেখান থেকে সেরে উঠে তিনি আবারও একদিনের ফরম্যাটে ফিরছেন।

দলের নেতৃত্বে থাকছেন মিচেল সান্টনার। ঘোষিত স্কোয়াডে ২৩ বছর বয়সী জ্যাক ফোল্কস একমাত্র নতুন মুখ, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন না। তার অন্তর্ভুক্তি ছাড়া স্কোয়াডের বাকি সবাই আগে জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন।

পেস আক্রমণে থাকছেন জ্যাকব ডাফি, কাইল জেমিসন ও ম্যাট হেনরি। সম্প্রতি তারা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন সান্টনার, স্মিথ, মাইকেল ব্রেসওয়েল এবং রাচিন রবীন্দ্র।

বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে রয়েছেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল ও উইল ইয়াং। দলের উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন টম লাথাম। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ২৬ অক্টোবর, টাওরাঙ্গার বেই ওভালে। পরবর্তী ম্যাচ দুটি হবে ২৯ অক্টোবর হ্যামিল্টনে এবং ১ নভেম্বর ওয়েলিংটনে।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: মিচেল সান্টনার (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফোল্কস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, রাচিন রবিন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

আরো পড়ুন: কেন উইলিয়ামসন