অজিদের হয়ে মার্নাস ল্যাবুশেন ৫২ বলে ৪৬ ও ম্যাট রেনশ ২৪ বলে ২১ রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন। যদিও মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুতে ট্রাভিস হেডকে হারায় অজিরা। ৮ রান করে ফেরেন তিনি। ম্যাথু শর্টও ৮ রান করে আউট হয়ে যান। এরপর মার্শ ও জশ ফিলিপ মিলে অজিদের হাল ধরেন।
ফিলিপ শেষ পর্যন্ত আউট হয়েছেন ২৯ বলে ৩৭ রান করে। বাকি সময়টায় ভারতকে আর কোনো সুযোগ দেননি মার্শ ও রেনশ। ভারতের হয়ে এদিন একটি করে উইকেট নেন আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। এ দিন টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় অজিরা।
এই ম্যাচে বাড়তি নজর ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। দুজনই সাত মাস পর ভারতের জার্সিতে খেলতে নামেন। দুজনই অবশ্য ব্যর্থ হয়েছেন। রোহিতের ব্যাট থেকে আসে ১৪ বলে ৮ রান। কোহলি ৮ বল খেলে শূন্য রানে ফেরেন। ভারত এ দিন শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৪৫ রানের মধ্যে হারিয়ে ফেলে চার ব্যাটারকে। অধিনায়ক শুভমান গিলও আউট হয়েছেন ১০ রানে।
১১ রান আসে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। ভারতের সংগ্রহ একশ পেরুতে বড় অবদান রেখেছেন অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করে আউট হয়েছেন রাহুল। ৩১ বলের ইনিংসে ২টি করে চার-ছক্কা মারেন ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার। এর বাইরে অক্ষর করেন ৩৮ বলে ৩১ রান।
অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি করেন ১১ বলে ২ ছক্কায় ১৯ রান। তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড, মিচেল ওয়েন ও ম্যাথু কুনেমান। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।