‘আমি এখন আগের থেকেও বেশি ফিট’, ২২৩ দিন পর ফিরে কোহলি

আন্তর্জাতিক
‘আমি এখন আগের থেকেও বেশি ফিট’, ২২৩ দিন পর ফিরে কোহলি
বিরাট কোহলি, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে এখন শুধুই ওয়ানডেতে মনোযোগী বিরাট কোহলি। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিরছেন ২২৩ দিন পর। ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ থাকার সময়ে ব্রডকাস্টার চ্যানেলে জানালেন তিনি আগের থেকেও বেশি ফিট।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেননি নির্বাচক প্রধান অজিত আগারকার ও প্রধান কোচ গৌতম গম্ভীর। তবে কোহলি নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফিটনেসের প্রসঙ্গ তুলেই।

ফক্স স্পোর্টসে অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় কোহলি বলেন, 'গত ১৫-২০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। বিশ্রামই পাইনি। আমিই বোধহয় সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি। এই বিশ্রাম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মানসিক ভাবে নিজেকে তরতাজা রাখতে খুব সুবিধা হয়েছে।'

শারীরিকভাবে এখনও শীর্ষ পর্যায়ে থাকার দাবি করে কোহলি বলেন, 'এই সিরিজ়ের আগে নিজেকে শারীরিক ভাবে তৈরি রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল। লন্ডনে যে সময় কাটিয়েছি সেটা কাজে লাগিয়েছি। আমি এমন একজন ক্রিকেটার, যে প্রস্তুতি ছাড়া খেলতে নামে না। এই সিরিজ়েও সেটাই দেখা যাবে। আমি তৈরি। শারীরিক ভাবে এখন আগের থেকেও বেশি ফিট।'

আগারকার অবশ্য আগেই জানিয়েছিলেন, রোহিত ও কোহলির ২০২৭ বিশ্বকাপে খেলা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। অনেকের ধারণা, এই সিরিজই হতে পারে তাদের শেষ সফর। তবে কোহলির ফিটনেস বার্তা নির্বাচকদের সামনে একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে। অন্তত শরীরের কোনো সীমাবদ্ধতা নেই বলেই মনে করছেন কোহলি।

প্রথম ওয়ানডের ভেন্যু পার্থেই রয়েছে কোহলির বহু স্মরণীয় মুহূর্ত। টেস্টে তার শেষ শতরানও এই মাঠে। সেই প্রসঙ্গ টেনে আনেন গিলক্রিস্ট, উত্তরে কোহলি বলেন, 'অস্ট্রেলিয়ায় খেলতে সব সময় ভালো লাগে। এখানে খেলা কঠিন। অনেক লড়াই লড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। অস্ট্রেলিয়ার সমর্থকেরা সব সময় আপনাকে চাপে রাখবে। কিন্তু ভালো খেললে দু’হাত তুলে হাততালিও দেবে।'

প্রথম ওয়ানডেতে অবশ্য মনে রাখার মতো কিছু এখনো করতে পারেননি কোহলি। ব্যাটিংয়ে নেমে আট বলে শুন্য রানে ফিরে যান তিনি। মিচেল স্টার্কের বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন তিনি।

আরো পড়ুন: বিরাট কোহলি