ক্যামিন্সের ওয়ানডে একাদশে ভারতের ৩, অস্ট্রেলিয়ার ৮

আন্তর্জাতিক
ক্যামিন্সের ওয়ানডে একাদশে ভারতের ৩, অস্ট্রেলিয়ার ৮
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
একটা সময় ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে খুব বেশি আগ্রহ না থাকলেও সবশেষ দুই দশকে সেটা অনেকটা বদলে গেছে। মাঠের ক্রিকেটের সঙ্গে ব্যবসায়িক দিয়েও সবাইকে পাল্লা দিচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০২৪-২৫ মৌসুমেও সেটার প্রতিচ্ছবি সামনে এসেছে। সেটার কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে লড়াইয়ে নামছে ভারত।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়ানোর আগে সর্বকালের সেরা ভারত ও অস্ট্রেলিয়ার যৌথ ওয়ানডে একাদশ বেছে নেয়ার সুযোগ করে দেয়া হয়েছিল প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের সেরা একাদশে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার ৮ জন, ভারতের আছেন তিনজন। অবসর নেয়া ক্রিকেটারদের মধ্য থেকে একাদশ বেছে নিয়েছেন তিনি।

ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ার ওয়ার্নার ও ভারতের শচীন টেন্ডুলকারকে বেছে নিয়েছেন কামিন্স। ৫০ ওভারের ক্রিকেটে ১৬১ ম্যাচে ২২ সেঞ্চুরিতে ৬ হাজার ৯৩২ রান করেছেন ওয়ার্নার। বিপরীতে ওয়ানডেতে সবচেয়ে রানের মালিক শচীন। ৪৬৩ ম্যাচে ৪৯ সেঞ্চুরিতে ১৮ হাজার ৪২৬ রান করেছেন ভারতের গ্রেট। তিনে অস্ট্রেলিয়ার অধিনায়কের পছন্দ দুই বিশ্বকাপ জেতা রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৭৫ ওয়ানডে খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ৪২.০৩ গড় ও ৩০ সেঞ্চুরিতে ১৩ হাজার ৭০৪ রান করেছেন তিনি। ওয়ানডেতে পন্টিংয়ের চেয়ে বেশি রান আছে কেবল কোহলি, কুমার সাঙ্গাকারা ও শচীনের। চারে অস্ট্রেলিয়ার আরেক ব্যাটার স্টিভ স্মিথকে রেখেছেন কামিন্স।

অবসর নেয়ার আগে ১৭০ ওয়ানডেতে ৫ হাজার ৮০০ রান করেছেন তিনি। অলরাউন্ডার হিসেবে কামিন্সের পছন্দ শেন ওয়াটসন। ছয়ে মাইকেল বেভান। উইকেটের পেছনে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। স্পিনার হিসেবে লেগ শেন ওয়ার্নকে রেখেছেন তিনি। পেস বোলিংয়ে ব্রেট লির সঙ্গী জহির খান ও গ্লেন ম্যাকগ্রা।

প্যাট কামিন্সের ভারত-অস্ট্রেলিয়ার যৌথ ওয়ানডে একাদশ- ডেভিড ওয়ার্নার, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, স্টিভ স্মিথ, শেন ওয়াটসন, মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়ার্ন, ব্রেট লি, জহির খান ও গ্লেন ম্যাকগ্রা।

আরো পড়ুন: প্যাট কামিন্স