হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়

আন্তর্জাতিক
হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক গিলের প্রথম সিরিজ জয়
বিসিসিআই
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা সবশেষ পাঁচ টেস্টের সবকটিতে তিনদিনের মধ্যে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আহমেদাবাদ টেস্টেও দেখা গেছে একই চিত্র। দিল্লি টেস্টে অবশ্য এমন কিছু হয়নি। ক্যারিবীয়রা ফলোঅনে পড়লেও জন ক্যাম্পবেল-শাই হোপের সেঞ্চুরির সঙ্গে জাস্টিন গ্রেভস ও জেইডেন সিলসের দৃঢ়তায় ইনিংস ব্যবধানে হার এড়িয়েছে, সঙ্গে কয়েক বছর পর ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট পঞ্চম দিনেও গড়িয়েছে।

দিল্লি টেস্ট পঞ্চম দিনে গড়ালেও ওয়েস্ট ইন্ডিজের হারটা প্রায় নিশ্চিতই ছিল। ১২১ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের শেষ বিকেলে ইয়াশভি জয়সাওয়ালের উইকেট হারালেও ৬৩ রান তোলে ভারত। ম্যাচ জিততে এবং ওয়েস্ট ইন্ডিজককে হোয়াইটওয়াশ করতে শেষ দিনে ৫৮ রান করতে হতো স্বাগতিকদের। হাতে ছিল ৯ উইকেট। সাই সুদর্শন ও শুভমান গিলের উইকেট হারালেও লোকেশ রাহুলের হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে তারা। আহমেদাবাদের পর দিল্লিতেও জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত।

ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন শুভমান গিল। ঘরের মাঠে ২৯৬ টেস্টে ভারতের এটি ১২২তম জয়। তাতে পেছনে ফেলেছে ১২১ টেস্ট জেতা সাউথ আফ্রিকাকে। ঘরের মাঠে ভারতের চেয়ে বেশি টেস্ট জয় আছে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। এদিকে অধিনায়ক হিসেবে আরও একটি সিরিজ হারলেন রস্টন চেজ। ক্রেইগ ব্রার্থওয়েটের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় অধিনায়ক হিসেবে নিজের প্রথম পাঁচ টেস্টের সবকটিতে হেরেছেন তিনি।

ভারতের মাটিতে ভারতের বিপক্ষে সবশেষ ৬ টেস্টের সবকটিতে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টানা ৭ হারের রেকর্ড এখনো অস্ট্রেলিয়ার দখলে। ভারতের বিপক্ষে সবশেষ ১০ টেস্ট সিরিজের একটিতেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মতো টানা ১০ টেস্ট সিরিজ জেতার রেকর্ড আছে সাউথ আফ্রিকারও। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ২৭ টেস্টের একটিতেও হার নেই ভারতের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগের দিনের এক উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামেন রাহুল ও সুদর্শন। সকালের শুরুতে তারা দুজনই দেখেশুনে খেলতে থাকেন। ইনিংসের ২৮তম ওভারে এসে খেরি পিয়েরির উপর চড়াও হন রাহুল। সেই ওভারে একটি ছক্কার সঙ্গে একটি চার মেরে ১০ রান আনেন। পরের ওভারে অবশ্য উইকেট হারায় ভারত। চেজের বলে সোজা ব্যাটেই খেলেছিলেন সুদর্শন। তবে আউট সাইড এজ হয়ে বল চলে যায় স্লিপে। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন হোপ।

৫ চারে ৭৬ বলে ৩৯ রান করে ফিরতে হয় সুদর্শনকে। চারে নেমে সুবিধা করতে পারেননি গিল। চেজের উপর চড়াও হতে গিয়ে আউট হয়েছেন তিনি। ডানহাতি অফ স্পিনারকে একটি করে ছক্কা ও চার মারার পর আবারও বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন ভারতের অধিনায়ক। পরের ওভারে হাফ সেঞ্চুরি তুলে নেন রাহুল। একটু পর জোমেল ওয়ারিকানকে চার মেরে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। ৫৮ রানে অপরাজিত ছিলেন রাহুল। তাকে সঙ্গে দেয়া ধ্রুব জুরেলের ব্যাট থেকে এসেছে ৬ রান।

আরো পড়ুন: ভারত