জয়সাওয়ালকে বল ছুঁড়ে মারায় সিলসের শাস্তি

আন্তর্জাতিক
জয়সাওয়ালকে বল ছুঁড়ে মারায় সিলসের শাস্তি
জেইডেন সিলস, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে লাঞ্চ বিরতির পর বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন ইয়াশভি জয়সাওয়াল। পরপর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে চাপে ফেলেছিলেন বোলার জেইডেন সিলসকে। পঞ্চম বলটা ব্যাটে ঠেকিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ভারতীয় ওপেনার। এরপরই মেজাজ হারিয়ে বলটি তুলে সরাসরি জয়সাওয়ালের দিকে ছুঁড়ে মারেন সিলস।

ঘটনার পরপরই ক্ষমা চাইলেও শাস্তি এড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। আইসিসি জানিয়েছে, আচরণবিধি ভাঙার দায়ে সিলসের ম্যাচ ফি'র ২৫ শতাংশ কাটা হয়েছে। একইসঙ্গে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ২৯তম ওভারে। পরপর চার খাওয়ার পর স্নায়ুচাপে ভুগছিলেন সিলস। তার ছোড়া বল জয়সাওয়ালের প্যাডে গিয়ে লাগে। যদিও ব্যাটার তখন পুরোপুরি ক্রিজের মধ্যে ছিলেন।

আইসিসির আচরণবিধির ধারা ২.৯ অনুযায়ী, ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা যেকোনো ক্রিকেট সরঞ্জাম প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। তাই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেন।

শুনানিতে নিজের পক্ষ ব্যাখ্যা করার সুযোগ পেয়েছিলেন সিলস। দাবি করেন, তিনি রান আউটের চেষ্টা করেছিলেন। কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখে রেফারির সিদ্ধান্ত ছিল থ্রো'টি অপ্রয়োজনীয় এবং ব্যাটার কোনোভাবেই রানআউটের পরিস্থিতিতে ছিলেন না।

গত ২৪ মাসে সিলসের ডিমেরিট পয়েন্ট হলো দুই। আগেরটি এসেছিল ২০২৪ সালের ডিসেম্বরে, বাংলাদেশের বিপক্ষে এক টেস্টে। আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট হলেই তা সাসপেনশন পয়েন্টে রূপ নেয়। এদিকে চলমান সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে ভারত। প্রথম টেস্টে জয় এসেছে ইনিংস ও ১৪০ রানে।

আরো পড়ুন: জেইডেন সিলস