জয়সাওয়ালকে বল ছুঁড়ে মারায় সিলসের শাস্তি
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে লাঞ্চ বিরতির পর বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছিলেন ইয়াশভি জয়সাওয়াল। পরপর তিনটি বাউন্ডারি হাঁকিয়ে চাপে ফেলেছিলেন বোলার জেইডেন সিলসকে। পঞ্চম বলটা ব্যাটে ঠেকিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন ভারতীয় ওপেনার। এরপরই মেজাজ হারিয়ে বলটি তুলে সরাসরি জয়সাওয়ালের দিকে ছুঁড়ে মারেন সিলস।