৪ হাফ সেঞ্চুরিতে প্রথম দিনে পাকিস্তানের দাপট

আন্তর্জাতিক
৪ হাফ সেঞ্চুরিতে প্রথম দিনে পাকিস্তানের দাপট
দ্বিতীয় উইকেটে ১৬১ রানের জুটি গড়ে পাকিস্তানকে পথ দেখিয়েছেন শান মাসুদ ও ইমাম উল হক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথম ওভারে উইকেট হারালেও শান মাসুদ ও ইমাম উল হকের দেড়শ ছাড়ানো জুটিতে প্রতিরোধ গড়ে পাকিস্তান। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাদের দুজনকে। মাঝের সময়ে ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে শেষ বিকেলে দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানকে আবারও ম্যাচে ফেরান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা। পাকিস্তানের রান তিনশ ছাড়িয়ে গেছে তাদের দুজনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে। মাসুদ, ইমাম, রিজওয়ান ও সালমানের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে স্বাগতিকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। কাগিসো রাবাদার অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন আব্দুল্লাহ শফিক। অনফিল্ড আম্পায়ার রড টাকার আউট না দেয়ায় রিভিউ নেয় সাউথ আফ্রিকা। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটকে ফাঁকি দিয়ে সরাসরি প্যাডে আঘাত করেছে। ওপেনারকে হারানোর পর জুটি গড়ে তোলার চেষ্টা করেন ইমাম ও মাসুদ। তাদের দুজনের ব্যাটেই একটু একটু করে এগিয়ে যেতে থাকে পাকিস্তান।

শুরু থেকেই আক্রমণাত্বক মেজাজে ব্যাটিং করতে থাকেন ইমাম ও মাসুদ। স্পিনার সাইমন হার্মারের বলে লং অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ৬৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমাম। প্রথম সেশনের বাকিটা সময় অনায়াসে পার করেছেন তিনি। প্রথম ওভারে উইকেট হারালেও ইমাদ ও মাসুদের ব্যাটে প্রথম সেশনে ১০৭ রান তোলে পাকিস্তান। লাঞ্চ থেকে ফিরে পঞ্চাশ ছুঁয়েছেন মাসদুও। হার্মারকে স্ট্রেইট ড্রাইভে চার মেরে ৯৩ বলে হাফ সেঞ্চুরি করেন পাকিস্তানের অধিনায়ক।

লাঞ্চ থেকে ফেরার পর একটু দেখেশুনেই খেলছিলেন তারা দুজন। সাবধানী ব্যাটিংয়ে সেঞ্চুরি পেতে পারতেন মাসুদ। যদিও শেষ পর্যন্ত সেটা হয়ে উঠেনি। বাঁহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন প্রেনেলান সুব্রায়েন। ৯ চারে ১৪৭ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। মাসুদের বিদায়ে ভাঙে ইমামের সঙ্গে ১৬১ রানের জুটি। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে ইমামকেও। সেনুরান মুথুসামির গুড লেংথ ডেলিভারিতে ইনসাইড এজ হয়ে শর্ট লেগে টনি ডি জর্জির হাতে ক্যাচ দিয়েছেন।

সেঞ্চুরি না পাওয়া বাঁহাতি ব্যাটার আউট হয়েছেন ৭ চার ও এক ছক্কায় ১৫৩ বলে ৯৩ রানের ইনিংস খেলে। পরের বলে আউট হয়েছেন সাউদ সাকিলও। চা-বিরতির পর দ্রুতই আউট হয়েছেন বাবরও আজমও। ভালো শুরু পেলেও হার্মারের বলে লেগ বিফোর হয়ে ফিরতে হয়েছে তাকে। ৪৮ বলে ২৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যদিও সেই বিপদ বেশি বাড়তে দেননি রিজওয়ান ও সালমান।

তৃতীয় সেশনের পুরোটা সময় জুড়ে দাপট দেখিয়েছেন তারা দুজন। দারুণ ব্যাটিংয়ে ৮১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। আরেক ব্যাটার সালমান পঞ্চাশ ছুঁয়েছেন ৬৯ বলে। শেষ পর্যন্ত ৬২ রানে রিজওয়ান ও সালমান ৫২ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। সাউথ আফ্রিকার হয়ে মুথুসামি দুইটি উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন রাবাদা, হার্মার ও সুব্রায়েন।

আরো পড়ুন: পাকিস্তান