পিসিবির পরামর্শক পদে টেস্ট অধিনায়ক শান মাসুদ
পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’ এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদটি ভবিষ্যতে বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদেও রূপ নিতে পারে। বেশির ভাগ দেশের বোর্ডে এটি বড় প্রশাসনিক দায়িত্ব হিসেবে ধরা হয়।