ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টের প্রথম দিনে ভারত মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করেছে। জয়সাওয়াল ও লোকেশ রাহুলের ৫৮ রানের ওপেনিং জুটি ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে। অরুণ জেটলি স্টেডিয়ামে জয়সাওয়ালের ইনিংসটি ২২ চারের মাধ্যমে সাজানো। এটি তার সপ্তম টেস্ট সেঞ্চুরি এবং পাঁচবারই তিনি দেড়শ ছুঁয়েছেন।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। টপ অর্ডারের ব্যাটসম্যান সুদার্শন ১৬৫ বল খেলে ৮৭ রান করেন। জয়সাওয়ালের সঙ্গে তার জুটিতে আসে ১৯৩ রান। ৫১তম ওভারে তিনি জীবন পান, সেই জীবন কাজে লাগাতে পারেননি সুদর্শন। ৬৯তম ওভারে এলবিডব্লিউ হয়ে আউট হন।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ঘণ্টায় চ্যালেঞ্জ দারুণভাবে সামাল দিয়েছেন রাহুল ও জয়সাওয়াল। রাহুল ৩৮ রানে স্টাম্পড হয়ে ফেরেন জোমেল ওয়ারিক্যানের বলে। এরপর শুরু হয় জয়সাওয়াল-সুদার্শানের জুটি। প্রথম ৬০ বলে ২৭ রান করার পর ৮২ বলে অর্ধশতক স্পর্শ করেন জয়সাওয়াল।
১৪৫ বলে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ষোড়শ শতক পূর্ণ করেন। এরপর সুদর্শনকে নিয়ে ভারতের ইনিংস টানেন জয়সাওয়াল। এই জুটিও ভেঙেছেন ওয়ারিক্যান। দিনের শেষভাগে জয়সাওয়ালকে দারুণ সঙ্গ দিয়েছেন শুভমান গিল। তিনি ২০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ছন্দ ধরে রাখতে পারলে দ্বিতীয় দিনই ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক উপহার দিতে পারেন জয়সাওয়াল।