অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপ জিততে চাওয়ার বার্তা গিলের

আন্তর্জাতিক
অধিনায়কত্ব পেয়েই বিশ্বকাপ জিততে চাওয়ার বার্তা গিলের
শুভমান গিল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অধিনায়ক হিসেবে গতকালই ঘরের মাঠে নিজের প্রথম টেস্ট জয় তুলে নেন শুভমান গিল। একই দিনে আরও একটি বড় দায়িত্ব পান তিনি। ভারতের এক দিনের দলেও এখন তিনিই নতুন অধিনায়ক।

দেশের মাটিতে এই জয় এবং নেতৃত্বের নতুন অধ্যায়- দুটি বিষয়ই গিলের জন্য বিশেষ। আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে আহমদাবাদের মাঠ তার চেনা। এবার সেই মাঠেই ঘরের মাটিতে প্রথম জয় পেলেন তিনি।

নতুন দায়িত্ব নিয়ে গিল বলেন, 'এক দিনের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। এই ফরম্যাটে আমাদের দল খুবই ভালো খেলেছে। আমার কাছে এটা গর্বের ব্যাপার। আশা করি দারুণ কিছু করে দেখাতে পারব।'

বিশ্বকাপ ঘিরে দল যে লক্ষ্য ঠিক করেছে, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। গিলের ভাষায়, 'বিশ্বকাপের আগে মনে হয় ২০টার মতো ম্যাচ খেলার সুযোগ পাব। সাউথ আফ্রিকায় বিশ্বকাপ জেতাই আমাদের আসল লক্ষ্য। যে দলের বিপক্ষেই খেলি না কেন, সতীর্থেরা নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করবে।'

আহমদাবাদের সঙ্গে গিলের সম্পর্কটা বরাবরই ঘনিষ্ঠ। টেস্টের মতো ওয়ানডেতেও জাতীয় দলের নেতৃত্ব নিয়ে বিসিসিআইয়ের ঘোষণাটা পেয়েছেন এখানেই। গিল আরো বলেন, 'শব্দে প্রকাশ করা বেশ কঠিন। আহমেদাবাদ আমার কাছে খুব আলাদা একটা জায়গা নিয়ে আছে। আইপিএলে এই রাজ্যের দলকে নেতৃত্ব দিই। টেস্ট অধিনায়ক হব, এটা জানার সময় এখানেই ছিলাম। এক দিনের ক্রিকেটের ক্ষেত্রেই তা-ই হল।'

সাউথ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে গিলের নেতৃত্বে এক দিনের দলের পারফরম্যান্স এখন নজরে থাকবে বিসিসিআইয়েরও। ভারতের ওয়ানডের নতুন অধিনায়ক কীভাবে দলকে প্রস্তুত করেন, সেটাই এখন দেখার বিষয়।

আরো পড়ুন: শুভমান গিল