সাউথ আফ্রিকাকে ৭২ রানে গুঁড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড
আন্তর্জাতিক
তৃতীয় ওয়ানডেতে মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন জফরা আর্চার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
A+A−
জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরির সঙ্গে জেমি স্মিথ ও জস বাটলারের আগ্রাসী ব্যাটিংয়ে ৪১৪ রানের পুঁজি। হোয়াইটওয়াশ এড়ানোর পথটা সুগম হয়েছে প্রথম ইনিংসেই। সাউদাম্পটনে ইংলিশদের রান পাহাড় টপকে যাওয়ার সুযোগটা তৈরিই করতে পারলেন না সাউথ আফ্রিকার ব্যাটাররা। জফরা আর্চারের পেস আগুনের সঙ্গে আদিল রশিদের স্পিনে তাসের ঘরের মতো ভেঙে পড়লো সফরকারীদের ব্যাটিং ইউনিট। একের পর এক ব্যাটারের বিদায়ে সাউথ আফ্রিকা অল আউট হয়েছে মাত্র ৭২ রানে।
নিজেদের ওয়ানডে ইতিহাসে সাউথ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ সর্বনিম্ন রানে গুঁড়িয়ে যাওয়ার রেকর্ড। সফরকারীদের এত কম রানে আটকে দিয়ে ইংল্যান্ড জয় তুলে নিয়েছে ৩৪২ রানে। ওয়ানডে ইতিহাসে এটিই সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়ের রেকর্ড। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের পাওয়া ৩১৭ রানের রেকর্ডকে পেছনে ফেলেছে ইংল্যান্ড। শেষ ম্যাচের রেকর্ডগড়া জয়ে কেবল হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।