গিল নন, ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে আইয়ার

আন্তর্জাতিক
গিল নন, ভারতের ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে আইয়ার
শুভমান গিল ও শ্রেয়াস আইয়ার (বাম থেকে), ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন শ্রেয়াস আইয়ার। নির্বাচকরা তাকে রোহিত শর্মার দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছেন। যদিও এশিয়া কাপের ১৫ সদস্যের দলে রাখা হয়নি আইয়ারকে। সেই টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল, যাকে সহ-অধিনায়কও করা হয়েছে।

সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে টুর্নামেন্টে খেলবেন গিল। সম্প্রতি টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া গিলকে ভবিষ্যতে টি-টোয়েন্টিতেও নেতৃত্ব দেয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে ভারতের ওয়ানডে দলে নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত আসতে পারে এশিয়া কাপের পরই। আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

জানা গেছে, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেয়া হবে। নির্বাচকদের পরিকল্পনা অনুযায়ী রোহিতকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চায় তারা।

ভারতীয় গণমাধ্যমে আরো গুঞ্জন, রোহিত ও কোহলি দুজনই আসন্ন অস্ট্রেলিয়া সফরেই তাদের শেষ ওয়ানডে খেলতে পারেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার সম্ভাবনা থাকলেও দুজনের বয়স ও ফিটনেস বিবেচনায় বিষয়টি অনিশ্চিত।

ওয়ানডে ক্রিকেটে ৫৭.৮৮ গড় এবং ৫১টি সেঞ্চুরিতে বিরাট কোহলি ১৪ হাজার ১৮১ রান করেছেন। রোহিত শর্মার রান ১১ হাজার ১৬৮, গড় ৪৮.৭৬, রয়েছে ৩২টি সেঞ্চুরিও। দুজনই সর্বশেষ ওয়ানডে খেলেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে।

আরো পড়ুন: শ্রেয়াস আইয়ার