২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও এই দায়িত্বে থাকবেন আগারকার। ভারতের গণমাধ্যম দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কয়েকমাস আগেই আগারকারকে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়নের প্রস্তাব দেয়া হয়েছিল।
ভারতের সাবেক পেসার সেটি গ্রহণও করেছেন। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আগারকারের অধীনে দল যেমন ট্রফি জিতেছে, তেমনি টেস্ট এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই একটি রূপান্তরের মধ্য দিয়ে গেছে।
সেই কর্মকর্তা বলেন, 'তার সময়েই ভারতীয় দল ট্রফি জিতেছে এবং টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই পরিবর্তন এসেছে। বোর্ড ২০২৬ সালের জুন পর্যন্ত তার চুক্তি নবায়ন করেছে এবং সেটা কয়েকমাস আগেই তিনি মেনে নিয়েছেন।'
২০২৩ সালের জুলাইয়ে দায়িত্ব নেয়ার পর থেকেই আগারকার নজরকাড়া কাজ করেছেন। একজন সাবেক ক্রিকেটার, কোচ (দিল্লি ক্যাপিটালস) এবং নির্বাচক (মুম্বাই) হিসেবে তার অভিজ্ঞতা জাতীয় দলের নির্বাচনে সুফল দিয়েছে।
তার অধীনে থেকে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দল পৌঁছেছিল ফাইনালে। তবে নির্বাচক কমিটিতে একটি পরিবর্তন আসতে পারে।
এস শরথকে সরিয়ে নতুন কাউকে আনা হতে পারে। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি সিনিয়র নির্বাচক প্যানেলে যোগ দিয়েছিলেন। বর্তমানে কমিটিতে আছেন আগারকার ছাড়াও এসএস দাস, সুব্রতো ব্যানার্জি, অজয় রাত্রা এবং শরথ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'বোর্ড নতুন আবেদন আহ্বান করবে সামনে। তবে দাস ও ব্যানার্জিকে রাখা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে বোর্ড বর্তমান প্যানেলের ওপর মোটামুটি সন্তুষ্ট এবং শুধুমাত্র একটি পরিবর্তনই হতে পারে।'