গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এরপর চলতি বছরের মে মাসে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকেও বিদায় জানান তারা।
তবে ওয়ানডে দলে এখনো আছেন দুজনই। রোহিত শর্মা তো এখনও দলের অধিনায়ক। তবে ২০২৭ বিশ্বকাপের দিকে তাকিয়ে তরুণদের নিয়ে দল গড়ার পরিকল্পনায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ওই সময় রোহিতের বয়স হবে ৪০ এর বেশি, কোহলির বয়স থাকবে ৩৯।
এই প্রেক্ষাপটে অনেকেই তাদের অবসরের পক্ষেই মত দিচ্ছেন। তবে সুরেশ রায়নার দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি বলেন, 'বিরাট কোহলি ও রোহিত শর্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুভমান গিল এখন ভালো করছে। তবে তার পাশে কোহলি-রোহিতের মতো ক্রিকেটারদের প্রয়োজন আছে।'
রায়না আরো বলেন, 'কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। বিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ারজুড়ে যে বিচক্ষণ নেতৃত্বের ছাপ তারা রেখেছে, সেজন্যও ড্রেসিং রুমে তাদেরকে প্রয়োজন।'
তরুণদের মাঝে অভিজ্ঞদের ধরে রাখার গুরুত্বের পাশাপাশি রায়না আলাদা করে প্রশংসা করেছেন পেসার মোহাম্মদ সিরাজের। ইংল্যান্ড সফরে দারুণ বোলিং করা সিরাজকে তিনি চান সব ফরম্যাটেই।
রায়নার ভাষায়, 'সিরাজ যেভাবে সাদা বলে ও লাল বলে পারফর্ম করেছে, তিন সংস্করণেই ভারতীয় দলের অংশ হওয়া উচিত তার। ইংল্যান্ডে এক সিরিজে ১৮৭ ওভার বোলিং করেছে, কিন্তু ছোটখাটো কোনো চোটেও পড়েনি সে।'