ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, লম্বা লাফ প্রসিধের

ছবি: সিরিজ ড্র করার ম্যাচ শেষে র্যাঙ্কিংয়ে সুসংবাদ শুনেছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা, ফাইল ফটো

ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বল হাতে কার্যকর ভূমিকা রাখেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেন ডানহাতি এই পেসার।
দায়িত্ব আমাকে আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়ায়: সিরাজ
২৬ আগস্ট ২৫
এই ম্যাচে নজর কাড়েন আরেক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা। দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে তিনি ২৫ ধাপ এগিয়েছেন। র্যাঙ্কিংয়ে তার অবস্থান ৫৯তম। এটিই তার ক্যারিয়ারসেরা অবস্থান।
সিরাজ ও প্রসিধ মিলে এক টেস্টের দুই ইনিংসেই চার বা তার বেশি উইকেট নিয়ে একটি বিরল কীর্তিও গড়েন। ৫৬ বছর আগে ভারতের হয়ে এমন কৃতিত্ব গড়েন বিষান সিং বেদি ও এরাপাল্লি প্রসন্ন। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (১৯৬৯ সালে)।

এদিকে ভারতের কাছে শেষ টেস্টে হারলেও বল হাতে দারুণ করেছেন ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন এবং জশ টাং। এই দুজন নেন আটটি করে উইকেট। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন অ্যাটকিনসন। এখন তিনি যৌথভাবে দশম স্থানে। অন্যদিকে, টাং ১৪ ধাপ এগিয়ে আছেন ৪৬তম স্থানে।
শান্তশিষ্ট রুটকে রাগিয়ে দেয়াই পরিকল্পনা ছিল ভারতের
২ আগস্ট ২৫
এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি উঠে এসেছেন র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন তিনি। তার বর্তমান রেটিং ৮১৭।
ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে দ্যা ওভালে সেঞ্চুরি পাওয়া জো রুট। একই টেস্টে সেঞ্চুরি করে তার সতীর্থ হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নেমে গেছেন কেন উইলিয়ামসন।
এই টেস্টের আরো এক সেঞ্চুরিয়ান ভারতের ইয়াশভি জয়সাওয়াল তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে নবম স্থানে। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন শীর্ষেই।