ক্যারিয়ারসেরা অবস্থানে সিরাজ, লম্বা লাফ প্রসিধের

সিরিজ ড্র করার ম্যাচ শেষে র‍্যাঙ্কিংয়ে সুসংবাদ শুনেছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা, ফাইল ফটো
ইংল্যান্ডের বিপক্ষে ওভালে জয়ের পর টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ সিরাজ। সদ্য প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী ১২ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ১৫ নম্বরে। এটি তার ক্যারিয়ারের সেরা অবস্থান। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে তিনি ছিলেন ১৬তম স্থানে।

promotional_ad

ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বল হাতে কার্যকর ভূমিকা রাখেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটসহ পুরো ম্যাচে তার শিকার ৯ উইকেট। পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেন ডানহাতি এই পেসার।


আরো পড়ুন

দায়িত্ব আমাকে আনন্দ দেয়, আত্মবিশ্বাস বাড়ায়: সিরাজ

২৬ আগস্ট ২৫
উইকেট পেয়ে মোহাম্মদ সিরাজের উল্লাস, ফাইল ফটো

এই ম্যাচে নজর কাড়েন আরেক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা। দুই ইনিংসেই চারটি করে উইকেট নিয়ে তিনি ২৫ ধাপ এগিয়েছেন। র‍্যাঙ্কিংয়ে তার অবস্থান ৫৯তম। এটিই তার ক্যারিয়ারসেরা অবস্থান।


সিরাজ ও প্রসিধ মিলে এক টেস্টের দুই ইনিংসেই চার বা তার বেশি উইকেট নিয়ে একটি বিরল কীর্তিও গড়েন। ৫৬ বছর আগে ভারতের হয়ে এমন কৃতিত্ব গড়েন বিষান সিং বেদি ও এরাপাল্লি প্রসন্ন। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া (১৯৬৯ সালে)।


promotional_ad

এদিকে ভারতের কাছে শেষ টেস্টে হারলেও বল হাতে দারুণ করেছেন ইংল্যান্ডের দুই পেসার গাস অ্যাটকিনসন এবং জশ টাং। এই দুজন নেন আটটি করে উইকেট। প্রথমবারের মতো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ঢুকেছেন অ্যাটকিনসন। এখন তিনি যৌথভাবে দশম স্থানে। অন্যদিকে, টাং ১৪ ধাপ এগিয়ে আছেন ৪৬তম স্থানে।


আরো পড়ুন

শান্তশিষ্ট রুটকে রাগিয়ে দেয়াই পরিকল্পনা ছিল ভারতের

২ আগস্ট ২৫
প্রসিধ কৃষ্ণা (মাঝে) ও জো রুট (ডানে), ফাইল ফটো

এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করেন তিনি। তার বর্তমান রেটিং ৮১৭।


ব্যাটারদের তালিকায় আগের মতোই শীর্ষে দ্যা ওভালে সেঞ্চুরি পাওয়া জো রুট। একই টেস্টে সেঞ্চুরি করে তার সতীর্থ হ্যারি ব্রুক এক ধাপ এগিয়ে আছেন দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নেমে গেছেন কেন উইলিয়ামসন।


এই টেস্টের আরো এক সেঞ্চুরিয়ান ভারতের ইয়াশভি জয়সাওয়াল তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে ড্যারিল মিচেল চার ধাপ এগিয়ে নবম স্থানে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজা আছেন শীর্ষেই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball