অ্যাশেজে বাজবলের সামনে খেলার ধরন বদলাবে না অস্ট্রেলিয়া

প্যাট কামিন্স ও বেন স্টোকস, ফাইল ফটো
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ শুরু হতে এখনও প্রায় সাড়ে তিন মাস বাকি। যদিও ইংল্যান্ড-ভারত সিরিজের পর ঐতিহ্যবাহী এই সিরিজ ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে। ইংল্যান্ডের 'বাজবলে'র বিপরীতে আগ্রাসি ক্রিকেট খেলে ২-২ ব্যবধানে ড্র পেয়েছে ভারত। যদিও অস্ট্রেলিয়া সেই পথে হাঁটতে আগ্রহী না।

promotional_ad

অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, ইংল্যান্ডের ‘বাজবল’ ঘরানার ক্রিকেট নিয়ে চিন্তাও করছেন না তারা। গত চারটি অ্যাশেজ সিরিজের দুটি জিতেছে অস্ট্রেলিয়া, বাকি দুটি হয়েছে ড্র। ফলে ২০১৫ সালের পর থেকে ট্রফি নিজেদের কাছেই রাখে অস্ট্রেলিয়া।


আরো পড়ুন

পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি

২৪ মার্চ ২৫
জর্জ লিন্ডে ও অ্যালেক্স ক্যারি

২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে শেষ সিরিজটি ২-২ ড্র হয়েছিল। ২০২২ সালে কোচ ব্রেন্ডন ম্যাককালামের অধীনে যে আগ্রাসী টেস্ট স্টাইল চালু করেছে ইংল্যান্ড, সেটিই মূলত ‘বাজবল’ নামে পরিচিত। এই স্টাইলে ইংল্যান্ড অটল থাকলেও, নিজেদের পরিবর্তনের কিছু দেখছেন না ক্যারি।


'সম্ভবত আমাদের ক্রিকেটের ধরনে তেমন কোনো পরিবর্তন আনতে হবে না। আমরা যখন সবশেষ অ্যাশেজে (ইংল্যান্ডে) ছিলাম, তখন তাদের খেলার নতুন ধরন নিয়ে অনেক আলোচনা হয়েছিল। বেশ কয়েক বছর ধরেই এটি দেখছি এবং এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা জানি তারা কীভাবে খেলে।'


promotional_ad



আরো পড়ুন

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন

৫ ঘন্টা আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ আয়োজনে এগিয়ে ডারউইন, ফাইল ফটো

সম্প্রতির সময়ে ফর্মে আছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দল। ভারতের আগ্রাসী ক্রিকেটের বিপক্ষে বাজবল তত্ত্ব বজায় রেখে সিরিজ ড্র করেছে বেন স্টোকসের দল।


অপরদিকে অস্ট্রেলিয়া নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর, পার্থ স্টেডিয়ামে। ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball