অ্যাশেজের মধ্যেই গোলাপী বলের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড

পিঙ্ক বলে ইংল্যান্ডের প্রস্তুতি, ফাইল ছবি
আগামী নভেম্বরে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এরই মধ্যে এই সিরিজ নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে। এবার জানা গেছে ডে-নাইট অ্যাশেজ টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে প্রাইম মিনিস্টারস একাদশের (পিএম’স ইলেভেন) বিপক্ষে একটি দুই দিনের গোলাপি বলের ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

promotional_ad

মঙ্গলবার (২৯ জুলাই) এই বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এবারই প্রথমবারের মতো ইংল্যান্ড প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে একদিনের বেশি ম্যাচ খেলবে। এর আগে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সবসময়ই তারা প্রস্তুতির অংশ হিসেবে একদিনের ম্যাচ খেলে এসেছে।


আরো পড়ুন

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেই স্টোকস, ইংল্যান্ডের নেতৃত্বে পোপ

১৭ ঘন্টা আগে
শেষ টেস্টে খেলবেন না বেন স্টোকস, ফাইল ফটো

প্রস্তুতি ম্যাচটি হবে ২৯ ও ৩০ নভেম্বর ক্যানবেরার মানুকা ওভালে। মূলত অ্যাশেজ সিরিজের প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝামাঝি এই ম্যাচটি খেলবে ইংল্যান্ড দল। এর আগে তারা প্রথম টেস্টের আগে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি ইনট্রা-স্কোয়াড ম্যাচ খেলবে। পার্থের পূর্বাঞ্চলের শহরতলি লাইলাক হিলে হবে ম্যাচটি।


promotional_ad



আরো পড়ুন

২ দিন আগেই অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ

১৪ ঘন্টা আগে
টপ এন্ড সিরিজের ফটোশ্যুট

যেটি মিডল্যান্ড গিলফোল্ড ক্রিকেট ক্লাবের ঘরের মাঠ। তিন দিনের ম্যাচটি শুরু ১৩ নভেম্বর। আগামী ২১ নম্ভেম্বর পার্থের অপ্টাস স্টেডিয়ামে অ্যাশেজের লড়াই শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর থেকে।


মূলত এই ম্যাচটিই হতে চলেছে সিরিজের একমাত্র গোলাপি বলের ম্যাচ। এরপর ১৭ ডিসেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি।আর ২৬ ডিসেম্বর শুরু সিরিজের চতুর্থ টেস্ট। ৪ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট ম্যাচটি দিয়ে বছর শুরু করবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball