অস্ট্রেলিয়া সফরের সময় দ্য হান্ড্রেডে খেলবেন মিলার, নেই জানসেনও

ফাইল ছবি
লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পান টেম্বা বাভুমা। সেই চোটে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। তবে হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফিরেছেন তিনি। আগষ্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকাকে নেতৃত্বও দেবেন বাভুমা। ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই ৩৫ বছর বয়সি এই ব্যাটার।

promotional_ad

সাউথ আফ্রিকাকে ২৭ বছর পর আইসিসির শিরোপা এনে দিয়ে ম্যাচসেরা হওয়া এইডেন মার্করাম বিশ্রামে ছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। এমনকি চলমান ত্রিদেশীয় সিরিজেও নেই তিনি। তবে বিশ্রাম শেষে অস্ট্রেলিয়া সফর দিয়ে ফিরছেন সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক। স্বাভাবিকভাবে ওয়ানডে দলেও আছেন তারকা এই অলরাউন্ডার।


আরো পড়ুন

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন

৭ এপ্রিল ২৫
ফাইল ছবি

নিয়মিত ক্রিকেটারদের মাঝে মার্কো জেনসেন এবং ডেভিড মিলারকে পাচ্ছে না সাউথ আফ্রিকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন জেনসেন। অস্ত্রোপচারের পর এখনো সেরে উঠতে পারেননি বাঁহাতি এই পেসার। অস্ট্রেলিয়া সফরের সময় দ্য হান্ড্রেডে খেলবেন মিলার। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফিরতে পারেন বাঁহাতি এই ব্যাটার।


promotional_ad

অস্ট্রেলিয়া সফরে সাউথ আফ্রিকার পেস ইউনিটকে নেতৃত্ব দেবেন কাগিসো রাবাদা। ডানহাতি পেসারের সঙ্গে দেখা যাবে নান্দ্রে বার্গার, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিদিদের। ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই স্পিনার কেশভ মহারাজ। বাঁহাতি স্পিনারের জায়গায় সুযোগ পেয়েছেন জর্জ লিন্ডে ও সেনুরান মুথুসামি।


আরো পড়ুন

এসএ২০ লিগের রিটেইন তালিকা প্রকাশ, নিলামে মার্করাম

২৩ জুলাই ২৫
ফাইল ছবি

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় লেগ স্পিনার নাকাবা পিটারও আছেন স্কোয়াডে। জিম্বাবুয়ে সফর শেষে তাবরাইজ শামসির ভবিষ্যত নিয়ে আলোচনা করবেন প্রধান কোচ শুকরি কনরাড। ১০,১২ এবং ১৬ আগষ্ট হবে টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তীতে ১৯, ২২ এবং ২৪ আগষ্ট মাঠ গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।


সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড— এইডেন মার্করাম(অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডে, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রিয়েন, রাসি ভ্যান ডার ডাসেন।


সাউথ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড— টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, লুয়ান ড্রে-প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, প্রেনেলান সুব্রিয়েন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball