এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

ছবি: ১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

এই টেস্টেই স্টার্ক পূর্ণ করেছেন নিজের শততম ম্যাচ ও ৪০০ উইকেটের মাইলফলক। এক ম্যাচেই দুটি বড় অর্জনের সাথে তিনি পেয়েছেন ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার। এত কিছু যে মুহূর্তের মাঝেই ঘটে যাবে, সেটা বিশ্বাস করেননি স্টার্ক নিজেও।
অধিনায়ককেই অবসরের সিদ্ধান্ত জানাতে ভুলে গিয়েছিলেন স্টার্ক
১৭ ঘন্টা আগে
তিনি বলেন, 'আজ এত দ্রুত সবকিছু ঘটবে, তা আমরা ভাবিনি। গোটা সিরিজেই আমরা জায়গামতো বোলিং করেছি এবং আজও সেটা বজায় ছিল। দারুণ একটা সিরিজ কাটল। হাসিমুখে বাড়ি ফিরব।'
৪০০ উইকেটের মাইলফলক স্টার্ক স্পর্শ করেছেন ১৯,০৬২টি বৈধ ডেলিভারিতে, যা তাকে করে তুলেছে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম (বলের হিসাবে) ৪০০ উইকেটশিকারি। ডেল স্টেইনের পর তিনিই সবচেয়ে কম বৈধ ডেলিভারিতে এই কীর্তি গড়েছেন।

অ্যাশেজে খেলতে ঝুঁকি নিতে রাজি কামিন্স
৩ সেপ্টেম্বর ২৫
পাশাপাশি গ্লেন ম্যাকগ্রার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় পেসার এবং শেন ওয়ার্ন, নাথান লায়নের পরে অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে টেস্টে চারশ উইকেট নিয়েছেন স্টার্ক।
স্টার্কের প্রথম ওভারে তিন উইকেট নেওয়ার কীর্তিও টেস্টে দীর্ঘদিন পর দেখা গেছে। সর্বশেষ এমন কিছু দেখা গিয়েছিল ২০০৬ সালে, করাচি টেস্টে ইরফান পাঠান পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে হ্যাটট্রিক করেছিলেন।
স্টার্ক এখন পর্যন্ত টেস্টে চারবার ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন এবং প্রথম ওভারে মোট ২৩টি উইকেট শিকার করেছেন।
স্টার্ক ম্যাচশেষে রেডিওতে বলেন, 'অসাধারণ এক সফর এটা। গোলাপি বল কীভাবে আচরণ করবে, আমরা জানতাম না। তবে শেষে দেখা গেল আলোর নিচে গোলাপি বল কতটা ভয়ংকর হতে পারে। ভালো জায়গায় বল করতে পেরেছি, সুযোগগুলো নিতে পেরে ভালো লাগছে।'