শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় লর্ডস

আকাশ দীপকে আউটের পর স্টোকসের উদযাপন
রোমাঞ্চকর লড়াই জমে উঠেছে লর্ডস টেস্টে। পঞ্চম ও শেষ দিনে দুই দলই জয়ের সম্ভাবনা জিইয়ে রেখেছে। ভারতের জিততে প্রয়োজন ১৩৫ রান আর ইংল্যান্ডের দরকার ৬ উইকেট। সব মিলিয়ে শেষদিনে দারুণ এক লড়াই অপেক্ষা করছে ক্রিকেট ভক্তদের জন্য।

promotional_ad

চতুর্থ দিনটি ছিল বোলারদেরই। দুই দলের বোলাররা মিলে তুলে নিয়েছেন ১৪ উইকেট। ইংল্যান্ডকে ১৯২ রানে গুটিয়ে দেয়ার পর ভারত ৪ উইকেটে ৫৮ রান নিয়ে দিন শেষ করেছে। ৩৩ রান নিয়ে অপরাজিত আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। দিনের শেষদিকে নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপকে আউট করে দিনের খেলার ইতি টানেন বেন স্টোকস।


আরো পড়ুন

ডাকেটের সঙ্গে তর্কে জড়িয়ে সিরাজের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

২ ঘন্টা আগে
ডাকেটকে আউট করার পর সিরাজের উদযাপন

এর আগে রাহুলের সঙ্গে ১৫ মিনিট কাটিয়ে কিছুটা স্বস্তি এনে দিলেও শেষ রক্ষা হয়নি। দিনের শুরু হয়েছিল ইংল্যান্ডের ব্যাটিং ধস দিয়ে। বিনা উইকেটে ২ রান নিয়ে শুরু করা স্বাগতিকরা দ্রুত হারায় বেন ডাকেট ও অলিভার পোপকে। দুজনকেই ফেরান মোহাম্মদ সিরাজ।


promotional_ad

জ্যাক ক্রলি (২২) কিছুক্ষণ প্রতিরোধ গড়লেও সেভাবে থিতু হতে পারেননি। এরপর হ্যারি ব্রুক আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কমানোর চেষ্টা করলেও আকাশ দিপের বলে ল্যাপ-সুইপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি। ইনিংসের একমাত্র বড় জুটি গড়ে তোলেন জো রুট ও বেন স্টোকস। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৬৭ রান।


আরো পড়ুন

রাহুলকে দ্রুত ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিতে চায় ইংল্যান্ড

৩ ঘন্টা আগে
লোকেশ রাহুল ও বেন স্টোকস

যদিও ওয়াশিংটন সুন্দারের স্পিনে ধসে পড়ে ইংলিশ লোয়ার অর্ডার। রুট ও স্মিথকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান এই অফ স্পিনার। পরে স্টোকসও তাঁর বলে বোল্ড হন। শেষ ৪ উইকেট মাত্র ১১ রানে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তাদের সাতজন ব্যাটসম্যানই বোল্ড হন—ঘরের মাঠে এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ। দুই ইনিংস মিলিয়ে বোল্ড হওয়ার সংখ্যা ১২, যা নতুন রেকর্ড।


ভারতের হয়ে ওয়াশিংটন ২২ রানে নেন ৪ উইকেট, যা ২০০২ সালের পর ইংল্যান্ডে কোনো ভারতীয় স্পিনারের সেরা বোলিং। সেই ম্যাচে হরভজন সিং নিয়েছিলেন ৫ উইকেট, তবে রান ছিল ১১৫। তবে দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্স ব্যাটিংয়ে এসে ব্যর্থতায় ম্লান হয়ে যায়।


রান তাড়ায় নেমেই ইয়াশাসভি জয়সওয়াল ফেরেন শূন্য রানে, জফরা আর্চারের শিকার হয়ে। এরপর কারুন নায়ার ও শুভমান গিল এলবিডব্লিউ হন ব্রাইডন কার্সের বলেই। রাহুল একদিকে টিকে থাকলেও একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। শেষদিন রাহুলের ব্যাটিংই ভারতের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সিরিজে এখন পর্যন্ত ১-১ সমতা রয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball