শামার-সিলসের তোপে প্রথম দিনেই অল আউট অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ইনিংসে চারটি উইকেট নেন শামার জোসেফ, ফাইল ফটো
জ্যামাইকায় গোলাপি বলের টেস্টে শুরুটা ভালো করেও তা ধরে রাখতে পারল না অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিনের লড়াই সত্ত্বেও জেইডেন সিলস ও শামার জোসেফের তাণ্ডবে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজও অবশ্য প্রথম দিনের শেষে খুব একটা স্বস্তিতে নেই।

promotional_ad

স্যাবাইনা পার্কে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া থামে মাত্র ২২৫ রানে। জবাবে দিন শেষে এক উইকেট হারিয়ে ১৬ রান করেছে স্বাগতিকরা। দিনের শেষে এখনও ২০৯ রানে এগিয়ে সফরকারীরা। অস্ট্রেলিয়ার একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন শততম টেস্ট খেলতে নামা মিচেল স্টার্ক।


আরো পড়ুন

শামারের আগুনে বোলিংয়ে ১৮০ রানে থামল অস্ট্রেলিয়া

২৬ জুন ২৫
শামারের আগুনে বোলিংয়ে অজিরা থামল ১৮০ রানে, ফাইল ফটো

দিনের আলো ও আবহাওয়া পুরোপুরি অনুকূলে না থাকায় খেলা হয়েছে মাত্র ৭৯.৩ ওভার। অস্ট্রেলিয়ার ইনিংসের সব উইকেট ভাগাভাগি করে নেন তিন ক্যারিবিয়ান পেসার। শামার নেন চারটি, সিলস ও গ্রেভস পান তিনটি করে উইকেট।


ফ্লাডলাইটের নিচে সুবিধাজনক কন্ডিশনের কথা ভেবে এই টেস্টে একাদশে রাখা হয়নি নাথান লায়নকে। কোনো চোট ছাড়াই ২০১৩ সালের পর এই প্রথমবার অফ স্পিন কিংবদন্তিকে ছাড়াই নামল অজিরা।


promotional_ad

ওপেনিংয়ে অস্ট্রেলিয়ার শুরু ছিল সতর্ক। স্যাম কনস্টাস ও উসমান খাওয়াজা মিলে প্রথম সেশন পার করলেও, কনস্টাস ১৭ রানে বিদায় নেন গ্রেভসের প্রথম বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে। এরপর দ্বিতীয় সেশনে খাওয়াজাকে (২৩) ফিরিয়ে দেন শামার। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন খাওয়াজা।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হচ্ছে না জনসন-হ্যাজেলউডের

১২ জুলাই ২৫
স্পেন্সার জনসন ও জশ হ্যাজেলউড

এরপর পরিস্থিতি সামাল দিতে নামেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। দুজন দলের রানের খাতায় যোগ করেন ৬১ রান। সেই জুটি ভাঙেন সিলস। ৪৬ রান করা গ্রিনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন তিনি। এরপর শামার ফিরিয়ে দেন ৪৮ রান করে লড়াই করা স্মিথকে। মাত্র দুই রানের জন্য ফিফটি হাতছাড়া হয় প্রথম স্লিপে ক্যাচ তুলে দেয়া স্মিথের।


স্মিথের বিদায়ের পর শুরু হয় ধস। পরের ৭ উইকেট পড়ে মাত্র ৬৮ রানে। টেল অর্ডারেও কোনো প্রতিরোধ গড়ে ওঠেনি। গ্রেভসের বলে ট্রাভিস হেড ফিরেছেন বদলি ফিল্ডার অ্যান্ডারসনের দুর্দান্ত ক্যাচে। মিড অফ থেকে ডান দিকে ছুটে গিয়ে ঝাঁপিয়ে অসাধারণভাবে বল তালুবন্দি করেন ২৪ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে উইন্ডিজ। ওপেনার হিসেবে নামেননি ইনজুরিতে পড়া জন ক্যাম্পবেল ও মিকাইল লুইস। সেই সুযোগে ইনিংস শুরু করেন ব্র্যান্ডন কিং ও অভিষিক্ত কেভলন অ্যান্ডারসন। তবে দিন শুরুতে যিনি ক্যাচ ফেলেছিলেন, সেই অ্যান্ডারসন দিন শেষ করেন স্টার্কের বলে বোল্ড হয়ে।


২০ বলে ২১ রান করা অ্যালেক্স ক্যারি গ্রেভসের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন। সেশদিকে ১৭ বলে ২৪ রান করেন প্যাট কামিন্স। অজি অধিনায়ককে ফেরান সিলস। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তিন রান করা কেভলন অ্যান্ডারসনকে বোল্ড করেন স্টার্ক। কিং ও রস্টন চেইজ মিলে আর কোনো বিপদ হতে দেননি। কিং আট এবং চেজ তিন রানে অপরাজিত আছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball