ইংল্যান্ড সফরে সিরাজ ২৫-৩০ উইকেট নিলেও অবাক হবেন না নেহরা

ফাইল ছবি
হেডিংলিতে প্রথম ইনিংসে ২ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন মোহাম্মদ সিরাজ। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। শুরুটা ভালো না হলেও আশিষ নেহরা বিশ্বাস করেন, ইংল্যান্ড সফরে ২৫-৩০ উইকেট পেতে পারেন সিরাজ। জসপ্রিত বুমরাহর বাইরে সিরাজের উপরই বাজি ধরছেন ভারতের সাবেক এই পেসার।

promotional_ad

প্রথম টেস্টে বুমরাহর সঙ্গে পেস বোলিংয়ে ছিলেন শার্দুল ঠাকুর, সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। প্রথম ইনিংসে ওলি পোপের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের বিপক্ষে লিড নেয়ার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ৫ উইকেট নেয়া বুমরাহর। বাকি পাঁচ উইকেট নিয়েছিলেন প্রসিধ ও সিরাজ। প্রথম ইনংসে পেসাররা দাপট দেখালেও দ্বিতীয় ইনিংসে আহামরি বোলিং করতে পারেননি তাদের কেউই।


আরো পড়ুন

ডাকেটের সঙ্গে তর্কে জড়িয়ে সিরাজের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

১৪ জুলাই ২৫
ডাকেটকে আউট করার পর সিরাজের উদযাপন

বুমরাহর বাইরে প্রথম টেস্টে শার্দুল, সিরাজ ও প্রসিধ মিলে ৯২ ওভারে দিয়েছেন ৪৮২ রান। অর্থাৎ ওভারপ্রতি ৫.২০ রান দিয়েছেন তারা তিনজন। যেখানে উইকেট পেয়েছেন ৯ টা। ইংলিশ ব্যাটারদের হুমকি হতে না পারায় শেষের দিনে অনায়াসে ৩৫০ রান করেছে ইংল্যান্ড। সিরিজের এখনো চারটি টেস্ট বাকি। নেহরার বিশ্বাস, সিরাজ ও বুমরাহ জানেন ইংল্যান্ড কিভাবে উইকেট নিতে হবে।


promotional_ad

এ প্রসঙ্গে ভারতের সাবেক পেসার বলেন, ‘আপনি যখন ভারতের পেস বোলিং নিয়ে কথা বলবেন তখন আপনাকে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজকে নিয়ে কথা বলতে হবে। তারা বেশ অভিজ্ঞ। তারা আগেও ইংল্যান্ড সফরে গিয়েছে এবং জানে কিভাবে উইকেট নিতে হয়। সুতরাং আমার মনে হয় না আপনি যখন ইংল্যান্ডে বোলিংয়ের কথা বলবেন তখন বুমরাহর কোন কিছু পরিবর্তনের আছে। সে জানে কোন কন্ডিশনে কি করতে হবে।’


আরো পড়ুন

ভারতকে না করে ইংল্যান্ডকে ৩ ফাইনাল আয়োজনের স্বত্ব দিল আইসিসি

৮ ঘন্টা আগে
আইসিসি

তিনি আরও যোগ করেন, ‘প্রসিধ কৃষ্ণার মতো কেউ একজন ইংল্যান্ডে খুব বেশি খেলেনি। কিন্তু সে এখন অভিজ্ঞ। ভারতের পেস বিভাগে যে ধরনের গতি আছে...যদি কোন প্রকার ইনজুরি না হয় তাহলে প্রতিদিন যদি ১৭-১৮ ওভার বোলিং করতে হয় তাহলে সেটার জন্য তারা যথেষ্ট সামর্থ্যবান।’


ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৭ টেস্টে ১০২ উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষেও পরিসংখ্যানটা একেবারে খারাপ নয় ডানহাতি পেসারের। বেন স্টোকসদের বিপক্ষে ১২ ম্যাচে ২৯ উইকেট নিয়েছেন তিনি। যার বেশিরভাগই নিয়েছেন ইংল্যান্ডের মাটিতে। সবমিলিয়ে ইংলিশদের মাটিতে ৭ টেস্ট খেলে ২৫ উইকেট শিকার করেছেন ভারতীয় এই পেসার। নেহরা অবশ্য চলতি সফরেই ২৫-৩০ উইকেটের প্রত্যাশা করছেন।


গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলা সিরাজকে নিয়ে নেহরা বলেন, ‘সিরাজ এখন অনেক অভিজ্ঞ। ২৫-৩০ উইকেট নিয়ে সে যদি সিরিজ শেষ করে তাহলে আমি খুব বেশি অবাক হবো না। বুমরাহর সঙ্গে সে অনেকটা বোলিংয়ের নেতার মতোই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball