জোড়া সেঞ্চুরিতে র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে গেলেন শান্ত

নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। এই দুই সেঞ্চুরির সুবাদে ২১ ধাপ এগিয়ে এখন ২৯তম স্থানে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২৫ জুন বুধবার তাদের সাপ্তাহিক টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে।

promotional_ad

গল টেস্টের প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৪৮ রানের ইনিংস খেলেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ওপেনার। সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। তিনি করেন ৩৫০ বলে ১৬৩ রান।


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

৬ জুলাই ২৫
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

এই সেঞ্চুরিতে মুশফিক ১১ ধাপ এগিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাও। লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে ২৫৬ বলে ১৮৭ রানের ইনিংস খেলেন তিনি। ঘরের মাঠে অসাধারণ এক সেঞ্চুরি করে ২১ ধাপ উন্নতি করে ৩১তম স্থানে পৌঁছে গেছেন লঙ্কান এই ওপেনার।


গত এক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্ট। এই টেস্টে সেঞ্চুরি হয়েছে মোট সাতটি। ভারতের হয়ে এই ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইয়াশভি জয়সাওয়াল, শুভমান গিল, ঋষভ পান্ত এবং লোকেশ রাহুল।


promotional_ad



আরো পড়ুন

এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন তামিম

৭ আগস্ট ২৫
তামিম ইকবাল, বিসিবি

জোড়া সেঞ্চুরি করে ভারতের ঋষভ পান্ত এক ধাপ উপরে উঠে এখন র‍্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে আছেন। এই সাফল্যের মাধ্যমে ২৭ বছর বয়সী পান্ত তার ক্যারিয়ার সেরা রেটিং (৮০১) অর্জন করেছেন।


ছয়ে থাকা সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে পান্তের রেটিং ব্যবধান মাত্র পাঁচ। এ ছাড়া ভারতের রাহুল ১০ ধাপ এগিয়ে এখন ৩৮তম এবং অধিনায়ক গিল পাঁচ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে আছেন।


ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি পেয়েছেন অলি পোপ এবং বেন ডাকেট। ৯৯ রান আসে হ্যারি ব্রুকের ব্যাটে। প্রথম টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরি করে পাঁচ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে উঠে এসেছেন ডাকেট।


পোপ তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম স্থানে। শেষ ইনিংসে ৪৪ রান করা জেমি স্মিথ আট ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন। এই সংস্করণের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জো রুট। দ্বিতীয় স্থানে আছেন ব্রুক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball