ব্রুকের সেঞ্চুরি মিসের দিনে বুমরাহর ৫ উইকেট, ভারতের লিড

এক রানের জন্য হ্যারি ব্রুক সেঞ্চুরি করতে পারেননি, বিসিসিআই
লিডসে মাত্র এক রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন হ্যারি ব্রুক। তার সেঞ্চুরি মিসের দিনে ভারতের করা ৪৭১ রানের জবাবে ৪৬৫ রান করে ইংল্যান্ড। ছয় রানে এগিয়ে থাকা ভারত তৃতীয় দিন শেষ করেছে দুই উইকেটে ৯০ রান নিয়ে। সফরকারীদের লিড ৯৬ রানের।

promotional_ad

তিন উইকেটে ২০৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ভারতীয় পেসার বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছিলেন না ইংলিশরা। বুমরাহ একাই নেন পাঁচ উইকেট। বাকি পাঁচ উইকেটও নেন পেসাররা। তিনটি প্রসিদ কৃষ্ণা ও দুটি নেন মোহাম্মদ সিরাজ।


আরো পড়ুন

আর্শদিপের চোট, ভারতীয় দলে ডাক পেলেন চেন্নাইয়ের পেসার

৩৩ মিনিট আগে
আনশুল কাম্বোজের উইকেট উদযাপন, ফাইল ফটো

আগের দিনের সেঞ্চুরির সঙ্গে ছয় রান যোগ করে ১০৬ রানে আউট হন অলি পোপ। প্রসিধের বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন পোপ। তারপর ৫১ রানের জুটি গড়েন হ্যারি ব্রুক এবং বেন স্টোকস।


সিরাজের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক পান্তকে ক্যাচ দিয়ে বিদায় দেয়ার আগে স্টোকস করেন ৫২ বলে ২০ রান। তারপর ব্রুকের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন জেমি স্মিথ। ৫২ বলে ৪০ রান করা স্মিথকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রসিধ।


promotional_ad



আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা

২ ঘন্টা আগে
ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

তারপর ক্রিস ওকসের সঙ্গে ব্রুক গড়েন ৪৯ রানের জুটি। ব্রুক ৯৯ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। প্রসিধের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শার্দুল ঠাকুরকে ক্যাচ দেন ব্রুক। তার ইনিংসের ছিল ১১টি চার ও দুটি ছক্কার মার।


এরপর ব্রাইডন কার্সের সঙ্গে ওকসের ৫৫ রানের জুটি গড়েন ওকস। মূলত ওকসের ৩৮, কার্সের ২২ রানের কল্যাণে ভারতের প্রথম ইনিংসের রানের কাছাকাছি যায় ইংল্যান্ড। এই দুই ব্যাটার এবং ১১ রান করা জস টাংকে বোল্ড করেন ভারতের পেসাররা।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারত প্রথম উইকেট হারায় ১৬ রানে। ইয়াশভি জয়সাওয়াল চার রান করে কার্সের বলে উকেতের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান।


তারপর ৬৬ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। প্রথম ইনিংসে শুন্য রান করা সাই সুদর্শন আউট হন ৩০ রান করে। স্টোকসের শিকার হন তিনি। লোকেশ রাহুল ব্যাটিং করছেন ৪৬ রানে, সঙ্গী গিল ছয় রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball