তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

ছবি: মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

এই দুজনের ব্যাটে ভর করে ৩ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ফলে চারদিনের টেস্টে প্রথম দিন শেষেই যে ইংল্যান্ডের হাতে ম্যাচের ছড়ি তা বলার অপেক্ষা রাখে না। ২০ চার ও ২ ছক্কায় ১৩৪ বলে ১৪০ রানের ইনিংস খেলেছেন ডাকেট। তিনি ক্রলিকে নিয়ে গড়েছেন ২৩১ রানের ওপেনিং জুটি।
ইংল্যান্ডের প্রয়োজনে জীবন ‘ঝুঁকির মুখে’ ফেলবেন ওকস
৪ আগস্ট ২৫
ডাকেটের আউটে ভেঙেছে এই জুটি। ওয়েলসলি মাধেভেরের বলে কাভারে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় উইকেটে আরেকটি দারুণ জুটি গড়েন ক্রলি ও অলি পোপ। তাদের ১৩৭ রানের জুটি ভাঙেন সিকান্দার রাজা। ক্রলি আউট হয়েছেন ১৭১ বলে ১২৪ রান করে।

‘সিরাজের খাদ্যাভাস অনুসরণ করা উচিত স্টোকস-ওকসদের’
৫ ঘন্টা আগে
এরপর অবশ্য বেশিক্ষণ টেকেননি ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান জো রুট। অবশ্য এদিন টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক পার করেছেন সাবেক ইংলিশ এই দলপতি। মাইলফলক ছুঁয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বাড়তি বাউন্সে পুল করে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি ব্যক্তিগত ৩৪ রানে।
ব্যক্তিগত ২৮ রানের সময় ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ হাজার রান ছুঁয়ে ফেলেন রুট। বাকি সময়টায় ইংল্যান্ডকে আর বেগ পেতে দেননি অলি পোপ ও হ্যারি ব্রুক। পোপ দেড়শ পূর্ণ করেন ১৪২ বলে। দিন শেষে তিনি ১৬৩ বলে ১৬৯ রান করে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক ব্রুক। তিনি অপরাজিত ১৮ বলে ৯ রান করে।