দর্শকের ওপর চড়াও হওয়ার কারণ জানালেন খুশদিল

আন্তর্জাতিক
দর্শকের ওপর চড়াও হওয়ার কারণ জানালেন খুশদিল
দর্শকের ওপর চড়াও হওয়ার মুহূর্তে খুশদিল, পিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফরম্যান্স করে পাকিস্তান দলে ফিরেছেন খুশদিল শাহ। এই ক্রিকেটার সর্বশেষ নিউজিল্যান্ড সফরে দর্শকের ওপর চড়াও হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। ফলে পারফরম্যান্সের প্রশংসার চেয়ে সমালোচনাই বেশি হচ্ছিল তাকে নিয়ে।

যদিও এই ঘটনায় সেই সময় কোনো কথা বলেননি খুশদিল। এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সময় করাচি কিংসে খেলা এই অলরাউন্ডার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন এক দর্শক তাকে অকথ্য ভাষায় গালাগাল করেছিলেন। এ কারণেই মেজাজ হারিয়েছিলেন তিনি।

জিও নিউজকে খুশদিল বলেছেন, ‘দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।’

ব্যক্তিগত অপমান সহ্য করলেও পরিবারকে অশ্রদ্ধা মেনে নিতে পারেননি খুশদিল। এ কারণেই তিনি এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এমনই এই ধরনের ঘটনা আবারও ঘটলে একই প্রতিক্রিয়া দেখাবে বলেও জানিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।

তিনি বলেন, ‘সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব।’

এদিকে খুশদিলের বিরুদ্ধে আরেকটি অভিযোগ তাকে পক্ষপাতমূলকভাবে তাকে দলে নেয়া হয়েছে। এই বিষয়েও জবাব দিয়েছেন তিনি। এমনটা হলে ৬ বছরের ক্যারিয়ারে ৩-৪ বার বাদ পড়তে হতো না বলেও দাবি খুশদিলের।

এ প্রসঙ্গে খুশদিল বলেন, , ‘ছয় বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।’

সমালোচকদের এক হাত নিয়ে খুশদিল আরও বলেন, ‘আমি সব সময়ই সমালোচনার মুখে পড়ি। আমার পাশে যদি কেউ থাকত, তাহলে মানুষ আমাকে নিয়ে এসব করত না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কতটা জানে?’

আরো পড়ুন: খুশদিল শাহ