আবারো পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিল বিসিসিআই

ছবি: শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হয় ভারত-পাকিস্তানের, ফাইল ফটো

ওই হামলার পর নতুনভাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। ফলে ভারত ও পাকিস্তানের বর্তমান প্রজন্মের মতো আগামী প্রজন্মও এই দুই দেশে খেলা থেকে বঞ্চিত হতে যাচ্ছে।
কাশ্মিরে হামলার প্রতিবাদ করায় গম্ভীরকে মেইলে হত্যার হুমকি
১ ঘন্টা আগে
গণমাধ্যমকে রাজিব বলেন, 'আমরা হামলার ক্ষতিগ্রস্থদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে, আমরা তাই করবো। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না কারণ এটা সরকারের অবস্থান।'

'ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কী ঘটছে, তারাও বিষয়টি দেখছে।'
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
২২ এপ্রিল ২৫
২০১২-১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতে আসে পাকিস্তান ক্রিকেট দল। সেটাই ছিল শেষবারের মত দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। বর্তমানে দুই দলের মুখোমুখি লড়াই শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চেই হয়।
এর মধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। যদিও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে যায়নি ভারত। উল্টো হাইব্রিড মডেলে সেই আসরটি খেলে তারা। নিজেদের ম্যাচগুলো দুবাইতে খেলে শেষপর্যন্ত সেই আসরের শিরোপাও জিতে ভারত।