ওয়াংখেড়েতে নিজের নামে স্ট্যান্ড দেখে আপ্লূত রোহিত

ছবি: ওয়াংখেড়েতে রোহিত শর্মার নামে স্ট্যান্ড

এখন থেকে ওয়াংখেড়ের প্যাভিলিয়নের তৃতীয় তলা রোহিত শর্মার নামে পরিচিত হবে। মুম্বাই ক্রিকেট ও ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মান দেয়া হয়েছে। রোহিতের হাত ধরে ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এ ছাড়া চলতি বছর তারা ঘরে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও।
‘সুপার ফ্লপ রোহিতের অবসরের সময় হয়ে গেছে’
১৮ এপ্রিল ২৫
এ ছাড়া অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন পাঁচটি আইপিএলের শিরোপাও। এর পাশাপাশি মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন রোহিত। সেই সঙ্গে ১৭টি লিস্ট 'এ' এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন এই মারকুটে ওপেনার।

তাই ভারত ও মুম্বাইয়ের ক্রিকেটে অবদান রাখার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) তাদের ৮৬তম বার্ষিক সাধারণ সভায় রোহিতের নামে স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নেয়। রোহিত নিজের অনুভূতির কথা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের সম্মান পাওয়া, আপনার নামে একটি স্ট্যান্ড থাকা... এটা এমন কিছু যা আমি কল্পনাও করতে পারিনি।’
শুধু রোহিত নয়, সাবেক ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকার ও প্রাক্তন বিসিসিআই সভাপতি শারদ পাওয়ারের নামেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি করে স্ট্যান্ড নামাঙ্কিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভার পর এমসিএ সভাপতি আজিঙ্ক নায়াক বলেন, 'আজকের এই সিদ্ধান্তটা মুম্বাই ক্রিকেটের কিংবদন্তিদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আরও শক্তিশালী ও উন্নত ভবিষ্যৎ গড়ার প্রতি আমাদের দায়বদ্ধতার পরিচয়বাহক।'
ওয়াংখেড়েতে এর আগে শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার এবং বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড রয়েছে। এবার এই সকল কিংবদন্তির সঙ্গে একই সারিতে যোগ হলো রোহিতের নাম। বর্তমানে ভারতীয় দলের টেস্ট এবং ওয়ান ডে দলের অধিনায়ক রোহিত। মুম্বাইয়ের অধিনায়কত্ব না করলেও খেলছেন এই ফ্যাঞ্চাইজিটির হয়েই।