সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন

ছবি: ফাইল ছবি

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকায় সেটারই আভাস পাওয়া গেছে। সবশেষ চুক্তিতে সাদা বলের ক্রিকেটে ক্লাসেনের নাম থাকলেও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তিতে নেই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাবেন ক্লাসেন। যদিও সাউথ আফ্রিকার তারকা ব্যাটার এখনই অবসর নেবেন কিনা তা নিশ্চিত নয়।
বিশ্বের সেরা হতে চাই: ক্লাসেন
২ মার্চ ২৫
ক্লাসেনের পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে নেই বাঁহাতি স্পিনার বিজর্ন ফরটুইন এবং অলরাউন্ডার আন্দিলে ফেলুকায়ো। সবশেষ অক্টোবরে কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চায়নাম্যান স্পিনার তাবরাইজ শামসি। গত চুক্তিতে না থাকা অ্যানরিখ নরকিয়া নেই এবারও। ১৮ সদস্যের তালিকায় হাইব্রিড চুক্তিতে আছেন ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডাসেন।
সবশেষ চুক্তিতে তারা দুজন সাদা বলের ক্রিকেটের জন্য থাকলেও এবার সেটা বদলে গেছে। হাইব্রিড চুক্তি অনুযায়ী নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসির টুর্নামেন্টে পাওয়া যাবে তাদের দুজনকে। প্রমোশন পেয়েছেন ডেভিড বেডিংহাম, উইয়ান মুল্ডার ও উইকেটকিপার ব্যাটার কাইল ভ্যারেইনা।

চলতি বছর হাঁটুর অস্ত্রোপচার করেছেন লিজাড উইলিয়ামস। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন তিনি। এ ছাড়া বাঁহাতি পেসার কিউনা মাফাকা ও স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিও নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন। বাকিদের ভেতরে সবাই আগের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন।
ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত
৩ এপ্রিল ২৫
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তির তালিকা- টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, কেশভ মহারাজ, কিউনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস, কাইল ভেরেইনা এবং লিজাড উইলিয়ামস।
হাইব্রিড চুক্তি- ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডার ডাসেন।