promotional_ad

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

দুই শিরোপা হাতে রোহিত শর্মা
তিন ফাইনাল, ‍দুই শিরোপা! আইসিসির সবশেষ তিন টুর্নামেন্টে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে ভারত। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে আইসিসির টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জিততো তারা। কয়েক বছরের ব্যবধানে তিনটা ফাইনাল খেলা এবং দুটি টুর্নামেন্ট জেতার কাজটা যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিয়েছেন রোহিত শর্মা। সেই সঙ্গে জানিয়েছেন, আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য।

promotional_ad

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই আইসিসির টুর্নামেন্টে ভুগছিল ভারত। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ক্রিকেট খেললেও সেমিফাইনালে গিয়ে থামতে হয় তাদের। তবে সবশেষ কয়েক বছরে নিজেদের সুখের সময় পার করছে তারা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জিততে নিজেদের সবটা দিয়ে চেষ্টা করেছে ভারত। পুরো টুর্নামেন্ট জুড়ে দাপুটে ক্রিকেট খেলা ভারত অপরাজিত ছিল সেমিফাইনাল পর্যন্ত।


আরো পড়ুন

কোহলি-রোহিতদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত

২৯ মার্চ ২৫
বিরাট কোহলি, রোহিত শর্মা, আইসিসি

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও একবার আক্ষেপে পুড়তে হয় ভারতকে। তবে পরের বছরই আনন্দে উল্লাসে মেতে উঠে পুরো ভারত। সাউথ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসির শিরোপা উঁচিয়ে ধরেন রোহিত, বিরাট কোহলিরা। চলতি বছরে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও। টানা তিন টুর্নামেন্টে ২৪ ম্যাচের ২৩টিতেই জয় পেয়েছে ভারত। 



promotional_ad

এমন সাফল্য পাওয়ার ক্ষেত্রে দলের জন্য কাজটা যে সহজ ছিল না সেটা সবাইকে মনে করিয়ে দিয়েছেন রোহিত। এ ছাড়া কঠিন সময় পেরিয়ে এমন সাফল্যে সবাইকে উপদযাপন করার পরামর্শ দিয়েছেন ভারতের অধিনায়ক। সেই সঙ্গে সবশেষ তিন আইসিসির টুর্নামেন্টে খেলা সব ভারতীয় ক্রিকেটাররা সম্মান প্রাপ্য বলে মনে করেন রোহিত।


আরো পড়ুন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে কনস্টাসসহ তিন নতুন মুখ

২ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ার জার্সিতে স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, এই তিনটি বড় টুর্নামেন্টে এই দল কী অর্জন করেছে। এভাবে খেলার পর মাত্র একবার হেরে যাওয়া, সেটাও ফাইনালে। ভাবুন, যদি আমরা ওই ফাইনালটাও জিততাম, তিনটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থাকা অবিশ্বাস্য হতো। তবু ২৪ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় অবিশ্বাস্য। বাইরে থেকে দেখতে দারুণ লাগলেও, দলের জন্য সহজ ছিল না যাত্রাটা।



‘অনেক উত্থান-পতন ছিল। আমাদেরও কিছু কঠিন সময় ছিল, কিন্তু এমন সাফল্য আসলে উদযাপন করতে হবে। যদি এই ধরনের কাজ করেন, তাহলে উদযাপন করতে হবে। আমার মনে হয় যারা এই তিনটি টুর্নামেন্ট খেলেছে, তাদের সকলেরই সম্মান প্রাপ্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball