promotional_ad

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার
গত এক দশক ধরেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা ৪ নম্বরের একজন প্রসিদ্ধ ব্যাটার। এই জায়গায় ঋষভ পান্ত থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার বা লোকেশ রাহুল। প্রত্যেকেই খেলেছেন। কেউই দলের ত্রাতা হয়ে উঠতে পারেননি। তবে এই জায়গায় গত কিছুদিন ধরে আশা দেখাচ্ছেন আইয়ার।

promotional_ad

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ২০১৯ বিশ্বকাপ। দুটি বিশ্ব আসরেই চার নম্বর ব্যাটার নিয়ে ধুঁকেছে ভারত। তবে এই জায়গাটি নিজের করে নিতে চান আইয়ার। জানিয়েছেন এখানে ব্যাট করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। ২০২৩ বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি দুই টুর্নামেন্টেই এখানে ব্যাটিং করে আনন্দ পেয়েছেন তিনি।


আরো পড়ুন

আইপিএল জেতার পর যথেষ্ট স্বীকৃতি পাইনি: আইয়ার

১১ মার্চ ২৫
কলকাতার জার্সিতে শ্রেয়াস আইয়ার, কেকেআর

সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, 'চার নম্বরে ব্যাট করা আমার পছন্দ। ২০২৩ সালের বিশ্বকাপ হোক বা এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি, চার নম্বরে ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ করেছি। ওখানেই আমার প্রতিভা কাজে লাগানোর সুযোগ সবচেয়ে বেশি পাই। চার নম্বর নিজের করে নিতে চাই।'


আইয়ার নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ভারতীয় দলের ভারসাম্য ধরে রাখতে চান তিনি। এই জায়গায় ধারাবাহিকভাবে পারফর্ম করে দলের জন্য অবদান রাখতে চান আইয়ার। দেশের হয়ে খেলার সময় এটাই সব সময় মাথায় থাকে বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

আইয়ারের ভাষ্য, 'আমি চাই, চার নম্বরে নেমে ধারাবাহিক ভাবে রান করতে। তেমনটা করতে পারলে দলের ভারসাম্য ভাল থাকবে। যখনই দেশের হয়ে খেলতে নামি, তখনই ওই লক্ষ্য থাকে আমার।'


আরো পড়ুন

‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ

১২ ঘন্টা আগে
ঋষভ পান্ত (বামে) ও সৌরভ গাঙ্গুলি (ডানে), ফাইল ফটো

দারুণ ব্যাটিংয়ের কারণে প্রশংসা পেলেও তার দুর্নাম আছে শর্ট বলে স্বাচ্ছন্দ্য পান না বলে। তবে সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। যার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এই টুর্নামেন্টে লাগাতার তাকে শর্ট বল করেও সফল হননি প্রতিপক্ষ বোলাররা।


আইয়ার জানিয়েছেন পরিশ্রমের ফলেই এই সমস্যা কাটিয়ে উঠেছেন তিনি। শর্ট বলে দুর্বলতার প্রশ্নে আইয়ার বলেন, 'হ্যাঁ, শর্ট বলে আমার একটা সমস্যা ছিল। তবে সবাই এমন করছিল, শর্ট বল করলে যেন খেলতেই পারব না। আমি পরিশ্রম করেছি। নিজের উপর বিশ্বাস রেখেছি। এখন শর্ট বল খেলতে তেমন সমস্যা হয় না। আশা করি আগামী দিনে আরও সাবলীল ব্যাট করব।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball