promotional_ad

অধিনায়কত্ব নিয়ে ফাইনালের পর রোহিতের সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই

অধিনায়কত্ব নিয়ে ফাইনালের পর রোহিত শর্মার সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই, ফাইল ফটো
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ভারত। এই ম্যাচটিই হতে পারে 'অধিনায়ক' হিসেবে রোহিত শর্মার শেষ ম্যাচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের জন্য নতুন অধিনায়ক খোঁজার পরিকল্পনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

এমনটি জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালের পরই টেস্ট এবং ওয়ানডের অধিনায়কত্ব থেকে রোহিতকে সরিয়ে দেয়ার বিষয়ে কঠিন আলোচনা হতে পারে। অস্ট্রেলিয়া সফরের পরই অবশ্য রোহিতের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগারকার।


আরো পড়ুন

আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত

৩০ মার্চ ২৫
দুই শিরোপা হাতে রোহিত শর্মা

সেই বৈঠকে রোহিত নিজেও ভারতীয় ক্রিকেট দলের নতুন রোডম্যাপ তৈরিতে সম্মতি জানান। সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির পরও তার সঙ্গে বৈঠকে বসা হবে। ৩৭ বছর বয়সী রোহিত অবসর নেবেন কিনা, বা খেললে কতদিন খেলবেন, সেটি নিয়েও জানতে চাওয়া হবে তার কাছে।



promotional_ad

টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছেন, ‘রোহিত এখনো বিশ্বাস করেন, তার ভেতরে আরও ক্রিকেট অবশিষ্ট আছে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার বিষয়ে তাঁকে জানাতে বলা হয়েছে। অবসর নেয়া তার সিদ্ধান্ত, কিন্তু অন্য একটি আলোচনাও আছে, সেটা তাঁর অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে। বিশ্বকাপের প্রস্তুতি নিতে দলে একজন স্থায়ী অধিনায়ক দরকার, সেটা রোহিতও বোঝেন। কোহলির সঙ্গেও কথা হয়েছে। তবে তাঁকে ঘিরে অতটা শঙ্কা নেই।’


আরো পড়ুন

কোহলি-রোহিতদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে সভা স্থগিত

২৯ মার্চ ২৫
বিরাট কোহলি, রোহিত শর্মা, আইসিসি

সেই সূত্র সংবাদমাধ্যমটিকে আরও বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর রোহিতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে বোর্ড। যদি কোনো কারণে তিনি অবসর নেন, তাহলে বোর্ড সে অনুযায়ী যা করার করবে। এটা বিবেচনার বাইরে রাখা যায় না যে গত জুনেই তিনি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এবং চ্যাম্পিয়নস ট্রফিতেও ভালো অধিনায়কত্ব করেছেন।’



সাধারণত আইপিএল শুরুর আগে খেলোয়াড় ধরে রাখার বার্ষিক তালিকা প্রকাশ করে বিসিসিআই। এবার সেটির ব্র্যাতয় ঘটেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের অপেক্ষা করছে বোর্ড। কেন্দ্রীয় চুক্তিতে কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে আছে সেটিও পুনর্মূল্যায়ন করতে চায় বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball