promotional_ad

পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো
লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচ জেতানোকে একরকম স্বভাবে পরিণত করেছেন স্টিভ স্মিথ। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন এই ব্যাটার। ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন এই ব্যাটার। যদিও পরিসংখ্যান নিয়ে একেবারেই মাথাব্যথা নেই তার, দলের জয়েই আনন্দ খুঁজে পান সময়ের সেরা এই ব্যাটার।

promotional_ad

ভারতের জয়ের ক্ষেত্রে এটি ছিল কোহলির ১০০তম ইনিংস। এই ইনিংসে তিনি পান ৫০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাক্ষাত। রান তাড়া করতে নেমে ভারত যেসব ম্যাচ জিতেছে সেখানে কোহলির সেঞ্চুরি আছেন রেকর্ড ২৪টি, হাফসেঞ্চুরি ২৬টি।


আরো পড়ুন

কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়

১৩ এপ্রিল ২৫
হাফ সেঞ্চিরির পথে কোহলির একটি শট, আইপিএল

সফল রান তাড়ায় তার ব্যাট থেকে এসেছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫৯৯৭ রান। কোহলির গড়ও ধরা ছোঁয়ার বাইরে— ৮৯.৫০। সব মিলিয়ে লক্ষ্য তাড়ায় ১৫৯ ইনিংসে কোহলি করেছেন ৬৪.৫০ গড়ে ৮,০৬৩ রান।


ম্যাচ শেষে পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিতে গেলে কোহলি বলেন, 'আমি জানি না, এসব বিশ্লেষণ করা আপনাদের কাজ। আমি কখনও এসব ব্যাপারে মনোযোগ দিইনি। আপনি যদি এসব মাইলফলক নিয়ে না ভাবেন, তাহলে এগুলো আসলে জয়ের পথে হয়ে যায়। আমার কাছে, পুরো বিষয়টা হলো সন্তুষ্টির এবং দলের জন্য কাঙ্ক্ষিত ফল অর্জনের।'


promotional_ad

ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করা কোহলি আরও বলেন, 'যদি আমি তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারি, তাহলে দারুণ। আর সেটা না পারলেও এরকম রাতে জয়ের পর ড্রেসিং রুম থাকে আনন্দময়। আপনাকে সেখানে ফিরে যেতে হবে, বাইরে যা ঘটেছিল তার জন্য কৃতজ্ঞ বোধ করতে হবে। তারপর মাথা ঝুঁকিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। আমি আমার ক্যারিয়ারজুড়ে এটাই করে এসেছি।'


আরো পড়ুন

এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি

৬ এপ্রিল ২৫
একটি অনুষ্ঠানে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি

২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মূলত কোহলির ইনিংসে জিতেছে ভারত। এর পাশাপাশি শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৪৫ এবং লোকেশ রাহুল ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেন।


সেমিফাইনালের সেরা নির্বাচিত হওয়া কোহলি আরও বলেন, 'আমার কাছে এই জিনিসগুলো এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে, পুরো বিষয়টা হলো কেবল সামনে এগিয়ে যাওয়া এবং দলের জন্য প্রত্যাশিত ফল আনার প্রত্যাশা করা।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball