পরিসংখ্যান গুরুত্বপূর্ণ নয়, এগুলো বিশ্লেষণ করা আপনাদের কাজ: কোহলি

ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ফাইনালে নিলেন কোহলি, ফাইল ফটো

ভারতের জয়ের ক্ষেত্রে এটি ছিল কোহলির ১০০তম ইনিংস। এই ইনিংসে তিনি পান ৫০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সাক্ষাত। রান তাড়া করতে নেমে ভারত যেসব ম্যাচ জিতেছে সেখানে কোহলির সেঞ্চুরি আছেন রেকর্ড ২৪টি, হাফসেঞ্চুরি ২৬টি।
কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়
১৩ এপ্রিল ২৫
সফল রান তাড়ায় তার ব্যাট থেকে এসেছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ ৫৯৯৭ রান। কোহলির গড়ও ধরা ছোঁয়ার বাইরে— ৮৯.৫০। সব মিলিয়ে লক্ষ্য তাড়ায় ১৫৯ ইনিংসে কোহলি করেছেন ৬৪.৫০ গড়ে ৮,০৬৩ রান।
ম্যাচ শেষে পরিসংখ্যানের কথা মনে করিয়ে দিতে গেলে কোহলি বলেন, 'আমি জানি না, এসব বিশ্লেষণ করা আপনাদের কাজ। আমি কখনও এসব ব্যাপারে মনোযোগ দিইনি। আপনি যদি এসব মাইলফলক নিয়ে না ভাবেন, তাহলে এগুলো আসলে জয়ের পথে হয়ে যায়। আমার কাছে, পুরো বিষয়টা হলো সন্তুষ্টির এবং দলের জন্য কাঙ্ক্ষিত ফল অর্জনের।'

ম্যাচে ৯৮ বলে ৮৪ রান করা কোহলি আরও বলেন, 'যদি আমি তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারি, তাহলে দারুণ। আর সেটা না পারলেও এরকম রাতে জয়ের পর ড্রেসিং রুম থাকে আনন্দময়। আপনাকে সেখানে ফিরে যেতে হবে, বাইরে যা ঘটেছিল তার জন্য কৃতজ্ঞ বোধ করতে হবে। তারপর মাথা ঝুঁকিয়ে কঠোর পরিশ্রম করতে হবে এবং আবার আপনাকে নতুন করে শুরু করতে হবে। আমি আমার ক্যারিয়ারজুড়ে এটাই করে এসেছি।'
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মূলত কোহলির ইনিংসে জিতেছে ভারত। এর পাশাপাশি শ্রেয়াস আইয়ার ৬২ বলে ৪৫ এবং লোকেশ রাহুল ৩৪ বলে অপরাজিত ৪২ রান করেন।
সেমিফাইনালের সেরা নির্বাচিত হওয়া কোহলি আরও বলেন, 'আমার কাছে এই জিনিসগুলো এখন আর গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে, পুরো বিষয়টা হলো কেবল সামনে এগিয়ে যাওয়া এবং দলের জন্য প্রত্যাশিত ফল আনার প্রত্যাশা করা।'